ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ইনজুরিতে সাকিব, অনিশ্চিত প্রথম ম্যাচে

২০২৩ সেপ্টেম্বর ২৯ ১৯:৫৬:২১
ইনজুরিতে সাকিব, অনিশ্চিত প্রথম ম্যাচে

ক্রীড়া প্রতিবেদক : আচমকা চোটের কারণে প্রস্তুতি ম্যাচ থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। শুধু তাই নয়, শঙ্কা আছে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে তার খেলা নিয়েও। তবে সাকিবের চোট নিয়ে টিম ম্যানেজমেন্ট কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।

দলীয় সূত্রে গেছে, গোহাটিতে প্রস্তুতি ম্যাচের আগের রাতে অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছেন টাইগার এই অধিনায়ক। ফলে পা ফুলে গেছে সাকিবের। যে কারণে আজ সাকিবকে ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। সাকিবের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করছেন আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

প্রস্তুতি ম্যাচে সাকিব ছাড়াও আজ খেলছেন না নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামরা। তাদেরকে বিশ্রামে রাখা হয়েছে। তবে প্রস্তুতি ম্যাচে বিশ্রামে থাকলেও দলের প্রয়োজনে যেকোনো সময় ব্যাটিং-বোলিং করতে পারবেন ক্রিকেটাররা।

শেয়ারনিউজ, ২৯ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে