ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

ডিএসই এবার বন্ধ পেলো ফ্যামিলিটেক্সের কারখানা

২০২৩ সেপ্টেম্বর ২৭ ১৫:৩২:০৫
ডিএসই এবার বন্ধ পেলো ফ্যামিলিটেক্সের কারখানা

নিজস্ব প্রতিবেদক : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিদর্শক দল শেয়ারবাজারে তালিকাভুক্ত ফ্যামিলিটেক্সের উৎপাদন কার্যক্রমও বন্ধ পেয়েছে।

ডিএসই বুধবার (২৭ সেপ্টেম্বর) বিনিয়োগকারীদের জানিয়েছে, ডিএসইর একটি পরিদর্শক দল ফ্যামিলিটেক্সের বর্তমান কার্যক্রম দেখার জন্য কোম্পানির কারখানা ২৭ সেপ্টেম্বর পরিদর্শনে যায়। ডিএসই পরিদর্শন দল কোম্পানিটির কার্যক্রম বন্ধ পেয়েছে।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতির প্রেক্ষিতে শেয়ারবাজারের বেঁধে দেওয়া নিয়ম প্রতিপালন, কারসাজি, উৎপাদনসহ বিভিন্ন কার্যক্রম খতিয়ে দেখতে তালিকাভুক্ত ১৪টি কোম্পানি পরিদর্শনের সিদ্ধান্ত নেয় ডিএসই।

এরপর ডিএসইর পরিদর্শক দলটি নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, দুলামিয়া কটন, রিজেন্ট টেক্সটাইল এবং উসমানিয়া গ্লাসের বর্তমান উৎপাদন অবস্থা দেখতে কারখানা পরিদর্শনে যায়। পরিদর্শনে এই চার কোম্পানির কারখানা বন্ধ পায় ডিএসই।

ডিএসই পরিদর্শনের অনুমতি পাওয়া অন্য কোম্পানিগুলো হলো – খান ব্রাদার পিপি, ফরচুন সুজ, ন্যাশনাল ফিড মিলস, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, সিভিও পেট্রোকেমিক্যাল, কেয়া কসমেটিকস, ঢাকা ডাইং, জাহিন স্পিনিং এবং জাহিন টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

শেয়ারনিউজ, ২৭ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে