ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Sharenews24

ভবিষ্যতের জন্য ডলার বুকিংয়ের নতুন নিয়ম

২০২৩ সেপ্টেম্বর ২৬ ১৭:২৭:৩১
ভবিষ্যতের জন্য ডলার বুকিংয়ের নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক :ডলারের ভবিষ্যৎ মূল্য (ফরোয়ার্ড রেট) নির্ধারণে নতুন নিয়ম চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ জন্য সর্বোচ্চ হারও নির্ধারণ করা হয়েছে। নতুন নিয়মে এক বছর পর বর্তমান স্মার্ট রেট থেকে সর্বোচ্চ ৫ শতাংশ বেশি চার্জ নিতে পারবে ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিয়ম চালু করেছে।

যে পদ্ধতিতে এখন সুদের হার নির্ধারণ করা হচ্ছে তা সংক্ষেপে স্মার্ট বা সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল হিসেবে পরিচিত। প্রতি মাসের শুরুতে বাংলাদেশ ব্যাংক এ হার জানায়। জুলাই মাসে স্মার্ট রেট ছিল ৭.১০ শতাংশ। আগস্টে তা বেড়ে ৭.১৪ শতাংশ হয়েছে, যা এই সেপ্টেম্বরে অপরিবর্তিত রয়েছে।

যদি কেউ এখন ভবিষ্যতের জন্য ডলার বুক করে তবে এক বছর পর তাকে প্রতি ডলার ১২৩ টাকা ৩৫ পয়সা দিতে হবে। আর দাম মাসিক হলে প্রতি মাসের হিসাবে কমবে। বর্তমানে আমদানিতে ডলারের দাম ১১০ টাকা। আমদানিকারকদের কাছে চড়া দামে ডলার বিক্রির দায়ে বেসরকারি খাতের ১০টি ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর রোববার (২৪ সেপ্টেম্বর) নতুন নিয়ম চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক।

শেয়ারনিউজ, ২৬ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে