ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

গণধোলাই এড়াতে ৯৯৯-এ ফোন দিল চোর

২০২৩ সেপ্টেম্বর ২৬ ১৪:১৩:১৩
গণধোলাই এড়াতে ৯৯৯-এ ফোন দিল চোর

নিজস্ব প্রতিবেদক : চুরি করে গণধোলাইয়ের হাত থেকে বাঁচতে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’- এ কল করে সাহায্য চেয়েছে চোর। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ভোর সোয়া চারটায় ঢাকার কদমতলী থানাধীন খানকা রোডের পাসপোর্ট অফিসের পাশে একটি দোকান থেকে হৃদয় (২৫) নামে এক ব্যক্তি চুরি করে ধরা পড়লে ৯৯৯ এ কল করেন।

কলে করে ওই চোর বলেন, ‘হ্যালো এটা কি পুলিশের কন্ট্রোল? আমি একটা দোকানে ঢুকছিলাম চুরি করতে, এখন লোকজন টের পাইয়া গেছে, আমারে তো পিটাইয়া মাইরা ফালাইবো, আমারে গ্রেফতার করেন। তাড়াতাড়ি খানকা রোডে পুলিশ পাঠান, আমারে বাঁচান। ৯৯৯ তাৎক্ষণিকভাবে কদমতলী থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জানায়।

সংবাদ পেয়ে কদমতলী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। ততক্ষণে জনগণ কলার হৃদয়কে ধরে কিছুটা পিটুনি দেওয়া শুরু করেছিল। কলারকে পুলিশ দল সেই অবস্থা থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেফতা হৃদয় কদমতলী থানার মেরাজনগর ব্লক-বি’ এ বসবাস করে বলে জানিয়েছে।

এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং বিচারের জন্য কলারকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় ৯৯৯ এ কল টেকারের দায়িত্ব পালন করেন কনস্টেবল মিঠুন সরেন। ৯৯৯ পুলিশ ডিসপাচারের দায়িত্বে ছিলেন এএসআই মো. রবিয়ার এবং কদমতলী থানা পুলিশ দলের নেতৃত্বে ছিলেন এসআই আল আমীন।

শেয়ারনিউজ, ২৬ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে