ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বিমা খাতে ভর করে শেয়ারবাজারে কাটছে আতঙ্ক

২০২৩ সেপ্টেম্বর ২৫ ১৮:২১:৪৬
বিমা খাতে ভর করে শেয়ারবাজারে কাটছে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক: গেলো কিছুদিন শেয়ারবাজার কিছুটা ভালো ছিল বিমা খাতে ভর করে। মাঝে বিমা কোম্পানিগুলোর শেয়ার দরে সংশোধন হলে খারাপ হতে থাকে বাজারও। কিন্তু আজ দিনের শুরুতে শেয়ারবাজার উর্ধ্বমূখী দেখা গেলেও দিনের শেষের দিকে সূচক ছিল মাইনাস। তবে দিন শেষে আজ বিমা কোম্পানিগুলোর শেয়ারের কিছুটা উর্ধ্বমূখী প্রবনতা বাজারকে পজেটিভ করেছে।

জানা গেছে, তালিকাভুক্ত বিমা খাতের ৫৭টি কোম্পানির মধ্যে আজ লেনদেনে অংশ নিয়েছে ৫৩টি কোম্পানি। এরমধ্যে শেয়ারদর বেড়েছে ২৭টির। যা লেনদেনে অংশ নেওয়া বিমা খাতের মোট কোম্পানির ৫০.৯৪ শতাংশ। অন্যদিকে শেয়ারদর কমেছে ১৯টি বা ৩৫.৮৪ শতাংশের। আর শেয়ারদর অপরিবর্তিত রয়েছে ৯ টি ১৬.৯৮ শতাংশের।

আজ বিমা খাতের কোম্পানিগুলোর মোট শেয়ার লেনদেন হয়েছে ১৬৬ কোটি ২৬ লাখ টাকার। যা ডিএসইর মোট লেনদেনের ৪২.৫১ শতাংশ। এতে করে বিমা খাত বরাবরের মতো লেনদেনে সবগুলো খাতের উপরে অবস্থান করছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মোট শেয়ার লেনদেন হয়েছে ৪৪১ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকার।

আজ সাধারণ বিমার ৪২টি কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৪২ কোটি ৩৬ লাখ টাকার। যা ডিএসইর মোট লেনদেনের ৩৬.৪০ শতাংশ। অন্যদিকে, জীবন বিমার ১৫টি কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৯০ লাখ টাকার। যা ডিএসইর মোট লেনদেনের ৬.১১ শতাংশ।

শেয়ারনিউজ, ২৫ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে