ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

রাশিয়ার বন্ধু তালিকায় বাংলাদেশ, লাভ কী?

২০২৩ সেপ্টেম্বর ২৫ ১৩:২৭:৫৫
রাশিয়ার বন্ধু তালিকায় বাংলাদেশ, লাভ কী?

নিজস্ব প্রতিবেদক : রাশিয়া সম্প্রতি ৩০ টিরও বেশি বন্ধুত্বপূর্ণ এবং নিরপেক্ষ দেশ, ব্যাংক এবং দালালদের একটি তালিকা প্রকাশ করেছে। তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় রাশিয়ান দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, মস্কো বাংলাদেশসহ তালিকায় থাকা দেশগুলোকে বৈদেশিক মুদ্রার বাজার এবং রাশিয়ান ডেরিভেটিভস বাজারে বাণিজ্য করার অনুমতি দেবে। অর্থাৎ, তালিকায় অন্তর্ভুক্ত দেশগুলির ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি রাশিয়ান মুদ্রা রুবেলে লেনদেন করতে সক্ষম হবে।

কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে রুবলের রিজার্ভ খুব সীমিত। এটি কনভার্টেবল বা বিনিময়যোগ্য মুদ্রা হিসেবে জনপ্রিয় না হওয়ায় বৈদেশিক লেনদেনে এখনো এই মুদ্রা তেমন ব্যাপক হারে ব্যবহার হয় না। বৈদেশিক মুদ্রা লেনদেন করে এমন ব্যাংকগুলোও রুবল রাখে না। ফলে সরাসরি রুবলে লেনদেন তেমন হয় না। তৃতীয় কোনো মুদ্রায় কনভার্ট করে তারপর লেনদেন করতে হয়।

এ অবস্থায় রাশিয়ার বন্ধু তালিকায় বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার অর্থনৈতিক বা প্রায়োগিক তাৎপর্য বিশেষ নেই বলেই মনে করেন অর্থনীতিবিদ এবং বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির বোর্ড অব ট্রাস্টির সদস্য ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

ড. দেবপ্রিয় ভট্টাচার্যর কথায়, রাশিয়ার সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য খুবই সীমিত। কোভিড মহামারি এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর থেকে এটি আরও কমেছে। এর নিবন্ধন রাশিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্যের বর্তমান সমস্যা সমাধানে বা দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের উন্নয়নে তেমন কোনো কাজ করবে না।

তিনি বলেন, ‘নতুন বাণিজ্য করার ক্ষেত্রে লেনদেনের জন্য আমাদের হাতে যথেষ্ট পরিমাণের রুবল এবং তাদের হাতে যথেষ্ট পরিমাণ টাকা থাকতে হবে। কিন্তু বাণিজ্যের জন্য যতটা রিজার্ভ থাকা প্রয়োজন সেটা নেই।’

সেই সঙ্গে বাণিজ্যিক লেনদেনে তৃতীয় মুদ্রা হিসেবে ইউয়ানের রিজার্ভও যথেষ্ট নেই। হাতে থাকা ইউয়ান দিয়ে কতটা পাওনা পরিশোধ করা যাবে এবং যত ইউয়ান আসবে সেটা আন্তর্জাতিক বাজারে কতটা ব্যবহার করা যাবে, সেটা নিয়ে প্রশ্ন আছে। সূত্র : বিবিসি

শেয়ারনিউজ, ২৫ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে