ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

বিএনপি নেতা চাঁদের ৩ বছরের কারাদণ্ড

২০২৩ সেপ্টেম্বর ২৫ ০৯:৪১:১৬
বিএনপি নেতা চাঁদের ৩ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : অর্থ আত্মসাৎ ও জালিয়াতির মামলায় বিএনপির রাজশাহী জেলা আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীর প্রধান বিচারিক আদালত-১ এর বিচারপতি মারুফ আল্লাম এ রায় ঘোষণা করেন। মামলার আসামির আইনজীবী সামসাদ বেগম মিতালী এসব তথ্য নিশ্চিত করেছেন।

সামসাদ বেগম বলেন, অভিযোগ করা হয়েছে, আবু সাঈদ চাঁদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান থাকাকালীন চাকরি দেওয়ার কথা বলে ১৪ লাখ ৫২ হাজার টাকা নিয়েছিলেন। ওই সময় তিনি ১৩ জনের কাছে থেকে টাকা নেন। ২০০৭ সালে তারা এই নিয়ে মামলা করেন। সেই মামলায় আবু সাঈদ চাঁদকে তিন বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বাকি দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

এ মামলার সঙ্গে আবু সাঈদ চাঁদ কোনোভাবেই জড়িত নন মন্তব্য করে তিনি বলেন, এ মামলায় অন্য দুজন শিক্ষকও অভিযুক্ত ছিলেন। এটি একটি ভোকেশনাল স্কুলের নিয়োগের মামলা। এখানে তার কোনো সই ছিল না। শুধু তিনি চেয়ারম্যান ছিলেন, এটাই তার অপরাধ। এ জন্যই তাকে সাজা দেওয়া হয়েছে।

জানা যায়, ২০০৪ সালে আসামি আবু সাঈদ চাঁদ, আলিম উদ্দিন ও ওয়াজনভী রাজশাহী জেলার চারঘাট উপজেলায় বামনদীঘি চরঝিকড়া টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা করেন। তিনি পরবর্তীতে ওই বিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ নিশ্চিত করে বাদী ও সাক্ষীদের কাছ থেকে চাঁদা দাবি করেন। ২০০৪ সালের ডিসেম্বর মাসে বিভিন্ন তারিখে আসামিরা তাদের কাছ থেকে ১৪ লাখ ৫২ হাজার টাকা হাতিয়ে নেয়। তারা পরে নিয়োগপত্রের মাধ্যমে ওই বিদ্যালয়ে যোগদান করেন।

বিভিন্ন পদে অধিষ্ঠিত হওয়ার পর তাদের অনুকূলে কোনো বেতন দেওয়া হয়নি। এমনকি শিক্ষার্থীদের নিবন্ধন করা হয়নি। কয়েকদিন পর বাদী ও সাক্ষীরা কারিগরি শিক্ষা বোর্ডে গিয়ে জানতে পারেন, বিদ্যালয়ের কোনো অনুমোদন না থাকা সত্ত্বেও আসামিরা জেনেশুনে তাদের ভুয়া নিয়োগপত্র দিয়েছে। পরে ভুক্তভোগীরা ২০০৭ সলের ২৯ জুলাই মামলাটি দায়ের করেন

মামলার রায় ঘোষণার পর আবু সাঈদ চাঁদের ছেলে মো. অলিভ মিডিয়াকে বলেন, ‘এই রায় মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। সংসদ নির্বাচনের আগে উদ্দেশ্যমূলকভাবে এ রায় দেওয়া হয়েছে। যেন আমার বাবা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন।’ চাঁদ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বাবার পক্ষে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে সাংবাদিকদের জানান ছেলে অলিভ।

শেয়ারনিউজ, ২৫ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে