ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
Sharenews24

বিপিএলে একই দলে খেলবেন মাশরাফি ও তানজিম সাকিব

২০২৩ সেপ্টেম্বর ২৪ ১৪:০৫:৩৫
বিপিএলে একই দলে খেলবেন মাশরাফি ও তানজিম সাকিব

ক্রীড়া প্রতিবেদক : বিপিএলের দশম আসরের খেলোয়াড়দের ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। সিলেট স্ট্রাইকার্সের হয়ে সেখানে খেলবেন তানজিম হাসান সাকিব ও মাশরাফি বিন মুর্তজা। রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এ ড্রাফট অনুষ্ঠিত হয়।

ড্রাফটে প্রথমে ডাক পাওয়ার সুযোগ পায় রংপুর রাইডার্স। এরপর যথাক্রমে সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চিটাগং চ্যালেঞ্জার্স, গ্রেট ঢাকা ও খুলনা টাইগার্স।

প্রথম রাউন্ডের প্রথম ডাকে রংপুর দলে নিয়ে রানী তালুকদারকে। সিলেট নিয়েছে মোহাম্মদ মিথুন, মাশরাফি ও তানজিম হাসান সাকিবকে , বরিশাল নিয়েছে মুশফিকুর রহিমকে, কুমিল্লা নিয়েছে মৃত্যুঞ্জয়কে, চট্টগ্রামে গেছেন তানজিদ তামিম, সাইফ হাসানকে নিয়েছে ঢাকা এবং রুবেলকে নিয়েছে খুলনা।

প্রথম রাউন্ডের দ্বিতীয় ডাকে ইরফান শুক্কুরকে নিয়েছে ঢাকা, জাকের আলি অনিককে নিয়েছে কুমিল্লা, আল আমিনকে নিয়েছে চট্টগ্রাম, রকিবুলকে নিয়েছে বরিশাল, রেজাউর রাজা গেছেন সিলেটে, শামিম পাটোয়ারীকে নিয়েছে রংপুর।

জানা গেছে, ড্রাফটের জন্য সাত ক্যাটাগরিতে আছেন ২০৩ দেশি ক্রিকেটার। বিদেশিদের সংখ্যা ৪৪৮ জন। ড্রাফটে সবার চেয়ে দামি ক্রিকেটার মুশফিকুর রহিম।

শেয়ারনিউজ, ২৪ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে