ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
Sharenews24

বন্ধ দুই কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের অতি আগ্রহ

২০২৩ সেপ্টেম্বর ২৩ ১৯:৪৬:৫৬
বন্ধ দুই কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের অতি আগ্রহ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বন্ধ দুই কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের অতি আগ্রহ দেখা গেছে। কোম্পানি দুটির শেয়ার ‘জেড’ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে। কোম্পানি দুটির শেয়ার হলো-ইমাম বাটন ও শ্যামপুর সুগার মিল লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

ইমাম বাটন

বিদায়ী সপ্তাহের প্রথম কর্মদিবসে ইমাম বাটনের উদ্বোধনী দর ছিল ১১৪ টাকা ৫০ পয়সা। শেষ কর্মদিবসে ক্লোজিং দর হয়েছে ১৪১ টাকা ৫০ পয়সা। সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ২৩.৫৮ শতাংশ।

১৯৯৬ সালে ইমাম বাটন শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। তালিকাভুক্তির পর ২০১০ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে। এরপর আরে কোনো ডিভিডেন্ড দেওয়ার তথ্য ডিএসইতে পাওয়া যায়নি। চার বছর আগে ইমাম বাটন সর্বশেষ আর্থিক অবস্থা জানিয়েছিল। এরপর আর কোনো আর্থিক প্রতিবেদন জানানো হয়নি।

ডিএসইর তথ্য বলছে, ২০১৪ সালে ১ কোটি ৩৯ লাখ ৩৭ হাজার টাকা লোকসান দেয় ইমাম বাটন। পরের বছর ২০১৫ সালে লোকসান করে ১ কোটি ২৬ লাখ ২৮ হাজার টাকা। ২০১৬ সালে ৭৭ লাখ, ২০১৭ সালে ২৯ লাখ ২৬ হাজার এবং ২০১৮ সালে ৩০ লাখ ৮০ হাজার টাকা লোকসান দেয়।

কোম্পানিটির উৎপাদন ২০১৯ সাল থেকে বন্ধ রয়েছে।

শ্যামপুর সুগার

বিদায়ী সপ্তাহের প্রথম কর্মদিবসে শ্যামপুর সুগারের উদ্বোধনী দর ছিল ৯২ টাকা। শেষ কর্মদিবসে ক্লোজিং দর হয়েছে ১১৭ টাকা ৩০ পয়সা। সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ২২.৮৩ শতাংশ।

১৯৯৬ সালে শ্যামপুর সুগার শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। তালিকাভুক্তির পর কোনো বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দিয়েছে, এমন তথ্য ডিএসইতে পাওয়া যায়নি।

সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ি (জুলাই’২২-মার্চ’২৩), কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৪১ টাকা ৭৭ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য নেগেটিভ ১২০৯ টাকা ৩৪ পয়সা।

কোম্পানিটির উৎপাদন ২০২০ সালের ডিসেম্বর থেকে বন্ধ রয়েছে।

শেয়ারনিউজ, ২৩ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে