ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
Sharenews24

বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে

২০২৩ সেপ্টেম্বর ২৩ ১৭:২৪:১২
বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে

ক্রীড়া প্রতিবেদক : দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। অক্টোবরের প্রথম সপ্তাহে ভারতে শুরু হবে ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসর। অংশগ্রহণকারী দলগুলো ইতিমধ্যেই এই আইসিসি টুর্নামেন্টে অংশ নিতে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ৫ অক্টোবর শুরু হতে যাওয়া বিশ্বকাপের হট ফেভারিট স্বাগতিক ভারত। টুর্নামেন্টের সম্ভাব্য ফাইনালিস্ট পাকিস্তান, অস্ট্রেলিয়া ও সবশেষ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

২০১৯ সালের পর কেটে গেছে চারটি বছর। এই চার বছরে বৈশ্বিক অর্থনীতির কাঠামো অনেক বদলে গেছে। কিন্তু বদলায়নি আইসিসির প্রাইজমানি। সবশেষ বিশ্বকাপে যে প্রাইজমানি রাখা হয়েছিল এবারের বিশ্বকাপেও সেই একই প্রাইজমানি থাকছে।

এর আগে, ২০১৯ সালে মোট প্রাইজমানি ছিল ১ কোটি মার্কিন ডলার। এবারও থাকছে একই প্রাইজমানি। চ্যাম্পিয়ন, রানার্সআপ পুরস্কারও আগের মতই। বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ ডলার। রানার্সআপ পাবে ২০ লাখ ডলার।

সেমিফাইনালে পরাজিত দুই দলের জন্য থাকছে ৮ লাখ ডলার করে। অংশ নেওয়া বাকি ছয় দলের জন্য বরাদ্দ ১ লাখ ডলার করে। এছাড়া গ্রুপ পর্বে প্রতি ম্যাচ জিতলে মিলবে ৪০ হাজার ডলার।

আগামী নারীদের বিশ্বকাপের জন্যও একই প্রাইজমানি নির্ধারণ করেছে আইসিসি।

শেয়ারনিউজ, ২৩ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে