ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Sharenews24

রিটার্ন দাখিলে যেসব কাগজপত্র জমা দিতে হবে

২০২৩ সেপ্টেম্বর ২২ ১৫:৫০:১৭
রিটার্ন দাখিলে যেসব কাগজপত্র জমা দিতে হবে

নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরের বাজেটে ৪৪ ধরনের সেবা গ্রহণের জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এখন পর্যন্ত করদাতাদের এই পরিষেবাগুলি পেতে টিআইএন সার্টিফিকেটের একটি অনুলিপি জমা দিতে হত। কিন্তু এখন তাদের রিটার্ন জমার প্রমাণ জমা দিতে হবে। নতুন আয়কর আইনের আওতায় আয়কর রিটার্ন বিধিমালা সংক্রান্ত এক প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে। গত ১২ সেপ্টেম্বরের ওই প্রজ্ঞাপন ১৪ সেপ্টেম্বর ইস্যু করা হয়।

রিটার্ন জমা দিতে করদাতাদের আয়ের যেসব প্রমাণপত্র প্রয়োজন- চাকরি থেকে আয়ের ক্ষেত্রে বেতন বিবরণী, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ব্যাঙ্কের সুদের আয়ের ক্ষেত্রে ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ব্যাঙ্ক সার্টিফিকেট, বিনিয়োগ রেয়াত দাবি থাকলে সমর্থনকারী প্রমাণ। উদাহরণস্বরূপ, জীবন বীমা পলিসির ক্ষেত্রে প্রিমিয়াম প্রদানের প্রমাণ।

ভাড়া থেকে আয় - ভাড়ার সমর্থনে খাজনা চুক্তি বা ভাড়ার রশিদের অনুলিপি, মাসিক ভাড়ার রসিদের বিবরণ এবং গৃহীত ভাড়ার সংশ্লিষ্ট ব্যাংক স্টেটমেন্ট, পৌর কর, সিটি কর্পোরেশন কর, ভূমি রাজস্ব প্রদানের সমর্থনে রসিদের অনুলিপি।

এছাড়া ব্যাংক ঋণের মাধ্যমে বাড়ি কেনা বা নির্মাণ করা হলে ঋণের সুদের সমর্থনে ব্যাংক স্টেটমেন্ট ও সার্টিফিকেট, বাড়ি-সম্পত্তি বীমাকৃত হলে বীমা প্রিমিয়ামের রশিদের কপি, ভাড়ার রশিদ ও অন্যান্য ভাড়ার ক্ষেত্রে ব্যয়ের সমর্থনে কাগজপত্র।

কৃষি থেকে আয়- বর্গা বা ভাগের ক্ষেত্রে প্রয়োজনীয় দলিলাদি, ব্যবসা থেকে আয়- ব্যবসা বা পেশার আয়-ব্যয়ের বিবরণী ও স্থিতিপত্র এবং ব্যাংক বিবরণীসহ অন্যান্য প্রমাণ।

মূলধনি থেকে আয়- স্থাবর সম্পত্তি বিক্রি/হস্তান্তর হলে তার দলিলের কপি, উৎসে আয়কর জমা হলে তার চালানের ফটোকপি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার লেনদেন থেকে মুনাফা হলে এ সংক্রান্ত প্রত্যয়নপত্র।

আর্থিক পরিসম্পদ থেকে আয়- সিকিউরিটিজ স্ক্রিপ্টের ক্ষেত্রে, এর ফটোকপি এবং নন-স্ক্রিপ্টের ক্ষেত্রে, অ্যাকাউন্টের সমর্থনে বিবৃতি, সুদের আয়ের ক্ষেত্রে, সুদ পরিশোধকারী কর্তৃপক্ষের শংসাপত্র, প্রাতিষ্ঠানিক ঋণের সাথে বন্ড বা ডিবেঞ্চার কেনার ক্ষেত্রে, সার্টিফিকেট/ব্যাঙ্ক ঋণের সুদের সমর্থনে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের বিবৃতি বা প্রাতিষ্ঠানিক প্রত্যয়নপত্র।

নগদ লভ্যাংশ খাতে আয় থাকলে ব্যাংক বিবরণী, ডিভিডেন্ড ওয়ারেন্টের কপি বা সার্টিফিকেট, অন্যান্য উৎসের আয়ের খাতের ক্ষেত্রে ও আয়ের সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র। এছাড়াও অংশীদারি ফার্মের ক্ষেত্রে ফার্মের আয়-ব্যয়ের বিবরণী ও স্থিতিপত্র।

শেয়ারনিউজ, ২২ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে