ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
Sharenews24

শেয়ারবাজারের বড় পতন ঠেকালো তিন কোম্পানি

২০২৩ সেপ্টেম্বর ২১ ১৮:০৬:৩০
শেয়ারবাজারের বড় পতন ঠেকালো তিন কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সূচকের সামান্য পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিনের শুরুতে আজ শেয়ারবাজারে কিছুটা উত্থানে থাকলেও দিন শেষে তা অব্যহত ছিল না। তবে তিন কোম্পানির আজ শেয়ারবাজারের বড় পতন ঠোকিয়েছে। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক কমেছে ০.৮৮ পয়েন্ট। অন্যদিকে তিন কোম্পানির অবদানে ডিএসইর সূচকের পতন ঠেকেছে ৩ পয়েন্ট। এই তিন কোম্পানির মধ্যে রয়েছে সী পার্ল বীচ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং এডিএন টেলিকম লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে আজ সী পার্লের শেয়ারদর বেড়েছে ৩.৪৩ শতাংশ। এরই ফলে আজ সূচক উত্থানে কোম্পানিটির অবদান ছিল ১.২৪ পয়েন্ট। সবশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯০ টাকা ১০ পয়সায়।

আজ সূচক উত্থানে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। আজ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২.৫৭ শতাংশ। এরই ফলে আজ সূচক উত্থানে কোম্পানিটির অবদান ছিল ১.২৪ পয়েন্ট। সবশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫১ টাকা ৬০ পয়সায়।

আজ সূচক উত্থানে তৃতীয় অবস্থানে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫.২০ শতাংশ। এরই ফলে আজ সূচক উত্থানে কোম্পানিটির অবদান ছিল ০.৬৭ পয়েন্ট। সবশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২৭ টাকা ৫০ পয়সায়।

শেয়ারনিউজ, ২১ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে