ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

নাসিরের বিরুদ্ধে আইসিসির দুর্নীতির অভিযোগ

২০২৩ সেপ্টেম্বর ১৯ ১৭:৩৮:৪২
নাসিরের বিরুদ্ধে আইসিসির দুর্নীতির অভিযোগ

ক্রীড়া প্রতিবেদক : আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা-আইসিসি বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে। আবুধাবি টি-টেন লিগে খেলতে গিয়ে দুর্নীতিবিরোধী ৩টি ধারা ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন বাংলাদেশি এই ক্রিকেটার।

২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-টেন লিগে খেলতে গিয়েছিলেন নাসির। এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) সন্দেহভাজন ব্যক্তির থেকে উপহার গ্রহণের অভিযোগ এনেছে। এ ছাড়া আইসিসির আচরণবিধির অধীনে আমন্ত্রণের সমস্ত বিবরণও দেননি টাইগার এই ক্রিকেটার। এ বিষয়ে আইসিসি তদন্তে সহায়তা না করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, আমিরাত ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এ অভিযোগ গঠন করেছে তারা। নাসিরের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী কোডের তিনটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। নাসির ছাড়াও খেলোয়াড় ও অফিসিয়াল মিলিয়ে মোট আটজন অভিযুক্ত হয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, দুর্নীতিবিরোধী ২.৪.৩ ধারায় তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তাকে (ডিএসিও) ৭৫০ ডলারের বেশি অর্থ মূল্যের উপহার নেওয়ার বিষয়টি জানাতে ব্যর্থ হয়েছেন। ২.৪.৪ ধারায় দুর্নীতি বা ম্যাচ ফিক্সিংয়ের কোনো প্রস্তাব তিনি পেয়েছিলেন কি না, তাকে কোনোভাবে প্ররোচিত করা হয়েছিল কি না তা তদন্তের দায়িত্বে থাকা ব্যক্তিকে জানাতে ব্যর্থ হয়েছেন। ২.৪.৬ ধারায় তিনি সম্ভাব্য দুর্নীতিতে যুক্ত ছিলেন এমন তদন্তের বিষয়ে দুর্নীতির তদন্তে থাকা কর্মকর্তাকে বিষয়টি জানাতে ব্যর্থ হয়েছেন বা তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছেন।

শেয়ারনিউজ, ১৯ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে