ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
Sharenews24

এশিয়া কাপ শেষে সুখবর পেল পাকিস্তান

২০২৩ সেপ্টেম্বর ১৮ ১২:১৩:১০
এশিয়া কাপ শেষে সুখবর পেল পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক : এশিয়া কাপের ১৬তম আসরের শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে ১০ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে ভারত। এই জয়ের মধ্য দিয়ে রেকর্ড অষ্টমবারের মতো এশিয়া কাপ জিতেছে ব্লুজরা।

একদিকে শিরোপা জয়ে উল্লাস করছেন ভারতের ক্রিকেট ভক্তরা। এরই মধ্যে এশিয়া কাপে সুপার থেকে বিদায়ের এক সপ্তাহের মধ্যেই সুখবর পেল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। সর্বশেষ হালনাগাদ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছে পাকিস্তান।

পাকিস্তানকে হারিয়ে দ্বিপাক্ষিক সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। আর এশিয়া কাপের সুপার ফোরে ভারত ও শ্রীলঙ্কার কাছে হেরে পাকিস্তান তিনে নেমেছে, ভারত এসেছে দুইয়ে।

তবে গতকাল দক্ষিণ আফ্রিকার কাছে ১২২ রানে সিরিজ হেরে অস্ট্রেলিয়া তিনে নেমে গেছে। ফলে শীর্ষস্থান ফিরে পেল পাকিস্তান। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ যথারীতি ৯৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে। ছয়ে আছে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কা (৯২), আফগানিস্তান (৮০) এবং ওয়েস্ট ইন্ডিজ (৮০) যথাক্রমে আট, নয় এবং দশে।

শেয়ারনিউজ, ১৮ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে