ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

এখন বিশ্বকাপের নির্বাচন করা কঠিন হয়ে গেল: হাথুরু

২০২৩ সেপ্টেম্বর ১৬ ০৯:৪৪:৩৮
এখন বিশ্বকাপের নির্বাচন করা কঠিন হয়ে গেল: হাথুরু

ক্রীড়া প্রতিবেদক : শুক্রবার এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে ভারতকে ৬ রানে পরাজিত করেছে বাংলাদেশ। শুরুতেই ৮ উইকেট হারিয়ে ২৬৬ রান করে বাংলাদেশ। জবাব দিতে মেনে এক বল আগে অলআউট হয়ে যায় ভারত।

এবারের এশিয়া কাপ মিশন সুপার ফোরে তৃতীয় স্থানে থেকে শেষ হয়েছে টাইগারদের। আর কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানালেন বিশ্বকাপের দল নির্বাচন এই মুহূর্তে কঠিন হয়ে গেল।

টাইগারদের হেডকোচ হাথুরু বিশ্বাস করে, শেষ ম্যাচে ভারতকে হারানোর আত্মবিশ্বাস বিশ্বকাপেও সঙ্গী হবে। তিনি বলেন, ‘এমন আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যাওয়া অনেক ভালো ব্যাপার। এই এশিয়া কাপে যদিও আমাদের দলীয় পারফরম্যান্স কম হয়েছে। তবে আমরা অনেক ভেন্যুতে এবং উইকেটে খেলেছি। আমরা অনেক খেলোয়াড়কে পরখও করে নিতে পেরেছি। এখন ১৫ সদস্য বেছে নেওয়া অনেক কঠিনও হয়ে গেল।’

ভারতের বিপক্ষে এই জয়ের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন কোচ হাথুরু, তার কণ্ঠে তখন তৃপ্তির ঢেঁকুর, ‘আমাদের জন্য এটি দারুণ তৃপ্তিদায়ক একটি জয়। কমবেশি সব খেলোয়াড়েরই এই জয়ে অবদান আছে। এই এশিয়া কাপে আমাদের ব্যক্তিগত পারফরম্যান্সের ঝলক থাকলেও দলীয় প্রচেষ্টা তেমন একটি ছিল না। এই ম্যাচে সম্মিলিত সেই চেষ্টাটা দেখা গেছে। যা ভীষণ স্বস্তিদায়কও।’

ভারতের বিপক্ষে এই জয়ের পর সংবাদ সম্মেলনে কোচ হাথুরু এসেছিলেন, তার কণ্ঠে তখন তৃপ্তির ঢেঁকুর, বলেন, ‘এটা আমাদের জন্য খুবই সন্তোষজনক জয়। এই জয়ে কমবেশি সব খেলোয়াড়ের অবদান রয়েছে। যদিও আমরা এই এশিয়া কাপে ব্যক্তিগত পারফরম্যান্সের ঝলক পেয়েছি, দলগত প্রচেষ্টা তেমন দুর্দান্ত ছিল না। সেই সম্মিলিত প্রচেষ্টা দেখা গেল এই ম্যাচে। যা খুবই স্বস্তিদায়কও বটে।’

তিনি বলেন, ‘ভারত আজকের আগপর্যন্ত ছিল অপরাজিত। কাজেই ওদের হারানোর জন্য ছেলেদের অনুপ্রাণিত করারও প্রয়োজন ছিল না।’ ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন, বিশ্বকাপের জন্য যথাযথ দল পেয়েছেন তিনি।

শেয়ারনিউজ, ১৬ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে