ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

হঠাৎ সংসদ ভবনে সাকিব

২০২৩ সেপ্টেম্বর ১২ ১৯:৩৮:৩৫
হঠাৎ সংসদ ভবনে সাকিব

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হঠাৎ জাতীয় সংসদ ভবনে দেখা গেছে। এশিয়া কাপ সুপার ফোরে শ্রীলংকার সঙ্গে ম্যাচ শেষে তিন দিন ছুটি পেয়ে দেশে আসেন এই টাইগার অধিনায়ক।

সোমবার (১১ সেপ্টেম্বর) একাদশ সংসদের ২৪তম অধিবেশন অনুষ্ঠিত হয়। এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সংসদ ভবনে দেখা যায় সাকিবকে। প্রথমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করেন সাকিব। এরপর একসঙ্গে বের হয়ে সংসদে প্রধানমন্ত্রীর লবির দিকে যান সাকিব।

পরে সাকিবকে লবিতে রেখে সংসদ অধিবেশনে যোগ দেন বিসিবি সভাপতি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংসদে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রায় ২০ মিনিট পর প্রধানমন্ত্রীর লবি থেকে বের হন সাকিব। হঠাৎ সাকিবের সংসদ ভবনে যাওয়ার কারণ জানা যায়নি। তবে গুঞ্জন শোনা যাচ্ছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি।

শেয়ারনিউজ, ১২ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে