ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

বিক্রেতা উধাও দুই শেয়ারের

২০২৩ সেপ্টেম্বর ১২ ১৩:৩৫:২৭
বিক্রেতা উধাও দুই শেয়ারের

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার প্রধান শেয়ারবাজর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনেরে প্রথম ভাগে

দুই কোম্পানির শেয়ারে বিক্রেতা উধাও হয়ে যায়। কোম্পানি দুটি হলো- মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ও মিরাকল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্র মতে, এদিন বেলা ১২টার কিছু আগে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শেয়ার সর্বোচ্চ দরে হল্টেড হয়ে যায়। এ সময় ৩৭ টাকা ৯০ পয়সায় লাখ লাখ ক্রেতা শেয়ারটি কেনার জন্য বাই অফার দেখা গেলেও বিক্রেতা ছিল না। আগের দিন শেয়ারটির ক্লোজিং দর ছিল ৩৪ টাকা ৫০ পয়সা।

অন্যদিকে, মিরাকল ইন্ডাষ্ট্রিজ সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরের কিনারায় এসে লেনদেন হতে দেখা যায়। তবে ১২টার পর শেয়ারটির সেল প্রেসার দেখা যায়। এই সময়ে শেয়ারটি ৫৭ টাকা ২০ পয়সায় উঠে নিচে নামতে থাকে। এক পর্যায়ে ৫৬ টাকার নিচে লেনদেন করে ফের ঊর্ধবমুখী হয়। দুপুর দেড়টার পর শেয়ারটি ৫৭ টাকা ৪০ পয়সায় লেনদেন করে হল্টেড হয়ে যায়।

শেয়ারনিউজ, ১২ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে