ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

বিক্রির চাপেও লেনদেনের নেতৃত্বে বিমা খাত

২০২৩ সেপ্টেম্বর ১০ ১৮:১১:০৬
বিক্রির চাপেও লেনদেনের নেতৃত্বে বিমা খাত

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের ৫৭টি কোম্পানির মধ্যে ৩১টি কোম্পানিরই শেয়ারদর কমেছে। অন্যদিকে শেয়ারদর বেড়েছে ১৯টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৪টি কোম্পানির শেয়ার। আজ শেয়ারবাজারে বিমা খাতের কোম্পানিগুলোর বিনিয়োগকারীরা শেয়ার কেনার চেয়ে বেশি বিক্রি করেছে। যার কারণে আজ বেশিরভাগ কোম্পানিরই শেয়ারদর কমেছে। আমারস্টক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ বিমা খাতের কোম্পানিগুলোর মোট শেয়ার লেনদেন হয়েছে ২১৮ কোটি ৮০ লাখ টাকার। যা ডিএসইর মোট লেনদেনের ৪২.৮১ শতাংশ। আজ ডিএসইতে মোট শেয়ার লেনদেন হয়েছে ৫৩৫ কোটি ৯৮ লাখ টাকার।

আজ ডিএসইর লেনদেনের শীর্ষ দশ কোম্পানির মধ্যে ছয়টিই বিমা খাতের। এই ছয় কোম্পানির মধ্যে রয়েছে মেঘনা লাইফ, রূপালী লাইফ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির মধ্যে আটটিই বিমা খাতের । এই আট কোম্পানির মধ্যে রূপালী ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৯.৯০ শতাংশ, মেঘনা লাইফের ৯.৮১ শতাংশ, সোনালী লাইফের ৫.৬৭ শতাংশ, চাটার্ড লাইফের ৪.৯২ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৩.৮০ শতাংশ, ট্রাস্ট ইসলামি লাইফের ৩.৪২ শতাংশ, রূপালী লাইফের ৩.৩৮ শতাংশ এবং প্রাইম লাইফের ২.৪৬ শতাংশ করে শেয়ারদর বেড়েছে।

শেয়ারনিউজ, ১০ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে