ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

শ্রীলঙ্কার কাছে হারের পর যা বললেন সাকিব

২০২৩ সেপ্টেম্বর ১০ ১০:১৯:১৭
শ্রীলঙ্কার কাছে হারের পর যা বললেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক : আশার আলো জ্বালিয়ে রেখেছিলেন তৌহিদ হৃদয়। ‘আম্পায়ার্স কলে’ তিনি কাটা পড়তেই আসলে শেষ হয়ে গিয়েছিল জয়ের আশা। তবে ঘুরে দাড়ান শেষ দুই ব্যাটসম্যান নাসুম ও হাসান মাহমুদ। তারা ১২ বলে ২ সমীকরণ কমিয়ে একটি অসম্ভব আশা তৈরি করে। কিন্তু পাথিরানা ফুললেন্থ বলে নাসুমের স্টাম্প ছত্রখান করে দিলে শেষ হয়ে যায় সবকিছু।

লঙ্কানদের ৯ উইকেটে ২৫৭ রানের জবাবে ১১ বল হাতে রেখেই ২৩৬ রানে গুটিয়ে যায় টাইগাররা। গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) সুপার ফোরে পাকিস্তানের কাছে ২১ রানে হেরে এশিয়া কাপের ফাইনালে ওঠার আশা শেষ হয়ে গেছে। ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতা।

শ্রীলঙ্কার বিপক্ষে এমন পরাজয়ের পর শনিবার সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। কথা বলেছেন দলের হার, ব্যাটিং ব্যর্থতা, ওপেনিং জুটি সহ যাবতীয় সব কিছু নিয়েই। লঙ্কানদের নিয়ে হারের ব্যাখায় সাকিব দুষছেন দোলের ব্যাটসম্যানদের ও শুরুর দিকে বোলিংকেই।

এছাড়াও আক্ষেপের সুরে সাকিব স্মরণ করিয়ে দিলেন, বড় টুর্নামেন্টে ভালো করার ভালো কোনো ইতিহাস নেই বাংলাদেশের।

গত ৪ বিশ্বকাপকে টেনে সাকিব বলেন, '২০০৭ বিশ্বকাপে ৩টি ম্যাচ জিতেছি, ২০১১–এর বিশ্বকাপে ৩টি জিতেছি, ২০১৫ বিশ্বকাপে ৩টি জিতেছি, ২০১৯ বিশ্বকাপেও ৩টি ম্যাচই জিতেছি। আমাদের ইতিহাস নেই বড় টুর্নামেন্টে ভালো করার। যদিও এশিয়া কাপে দু–তিনবার ফাইনাল খেলেছি, তবে জিতলে আরও ভালো হতো।'

শেয়ারনিউজ, ১০ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে