ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
Sharenews24

এক নজরে চার কোম্পানির ডিভিডেন্ড

২০২৩ সেপ্টেম্বর ০৯ ১৮:০১:২৫
এক নজরে চার কোম্পানির ডিভিডেন্ড

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো-প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস ও ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।

কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর, ২০২২ এবং ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই ডিভিডেন্ড ঘোষণা করেছে।

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড

৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছেপ্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

আগামী ৬ নভেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ সেপ্টেম্বর।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৩০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ৯০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ টাকা ৮৪ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৪০ টাকা ১৬ পয়সা। আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১১১ টাকা ৮৪ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৭ টাকা ৯১ পয়সা। ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৪৩ টাকা ৭৩ পয়সা।

আগামী ২৯ অক্টোবর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ অক্টোবর।

ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেড

৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেড।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৩৬ পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ১১ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৯ টাকা ১৮ পয়সা।

আগামী ১২ অক্টোবর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ ডিসেম্বর।

ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড

৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১১ টাকা ৯৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি লোকসান ৮ টাকা ৩ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি দায় দাঁড়িয়েছে ১৫ টাকা ৮৬ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও রেকর্ড ডেট চূড়ান্ত করেনি। এজিএম ও রেকর্ড ডেটের তারিখ পরবর্তীতে জানাবে বলে কোম্পানিটি জানিয়েছে।

শেয়ারনিউজ, ০৯ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে