ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

পরাজয়ের কারণ জানালেন সাকিব

২০২৩ সেপ্টেম্বর ০৭ ১৮:১৪:১০
পরাজয়ের কারণ জানালেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক : পরাজয় দিয়ে এশিয়া কাপে সুপার ফোরে যাত্রা শুরু করেছে বাংলাদেশ দল। ব্যাটিং ব্যর্থতার দিনে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ দল। তাই ম্যাচ শেষে ব্যাটসম্যানদের টেবিলে আনেন অধিনায়ক সাকিব আল হাসান।

টাইগার এই অধিনায়ক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুরুর ব্যাটিংকে দায়ী করে বলেন, ‌‘আমরা শুরুতে পিছিয়ে পড়েছিলাম। তবে তারা (পাকিস্তান) সত্যিই ভালো বোলিং করেছে এবং আমরা কিছু সাধারণ শট খেলেছি।’

সাকিব বলেন, ‘এরকম উইকেটে আমাদের প্রথম ১০ ওভারে চার উইকেট হারানো উচিত হয়নি। এরপর আমাদের খুব ভালো একটা পার্টনারশিপ হয়েছিল। সেটা আরও ৭-৮ ওভার চালিয়ে যাওয়া উচিত ছিল।’

তিনি বলেন, ‘আমি আউট হওয়ার পর আর কোনো পার্টনারশিপ হয়নি। এ ধরনের উইকেটে এটা খুব খারাপ ব্যাটিং।’

তিনি আরও বলেন, পাকিস্তান এখন এক নম্বর দল, তাদের তিনজন বিশ্বসেরা বোলার আছে। তারা ভালো করতে পারায় কাজটা সহজ হয়ে যায় ব্যাটারদের। তবে আমরা আমাদের বোলিং বিভাগে ভালো করছি’।

শেয়ারনিউজ, ০৭ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে