ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

কবে মুক্তি পাবে 'টাইগার ৩', জানালেন সালমান

২০২৩ সেপ্টেম্বর ০৪ ১৭:৫৩:৪৩
কবে মুক্তি পাবে 'টাইগার ৩', জানালেন সালমান

বিনোদন ডেস্ক : ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে নিজের সিনেমা 'টাইগার ৩' এর মুক্তির সময় জানিয়েছেন সাল্লু ভাই। সালমান-ক্যাটরিনা অভিনীত ‘টাইগার-৩’ এর পোস্টার বেশ সাড়া ফেলেছে। এরই মধ্যে জানা গেছে, চলতি বছরের দীপাবলিতে সিনেমা হলে মুক্তি পাবে সিনেমাটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান খান ‘টাইগার-৩’ মুক্তির দিনক্ষণ জানিয়েছেন। ছবিটির নতুন পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘টাইগার-৩’ নিয়ে আসছি দিওয়ালিতে। বড় পর্দায় যশরাজ ফিল্মসের ৫০ বছর উদযাপন করতে।’ ছবিটির পোস্টারে দেখা যায়, সালমানের সঙ্গে আছেন ক্যাটরিনা কাইফ। দুজনের চোখমুখ ক্ষিপ্র। তাদের হাতে শক্তিশালী বন্দুক। ধারণা করা হচ্ছে, নতুন মিশনে অ্যাকশন-থ্রিলে চমক দেখাবেন তারা।

সালমানের টাইগারে অতিথি চরিত্রে শাহরুখ খানকেও দেখা যাবে। চলতি বছর নভেম্বরে দিওয়ালি উপলক্ষে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে ছবিটি।

প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মনীশ শর্মা। এতে খলনায়কের চরিত্রে থাকবেন ইমরান হাশমি। আরও অভিনয় করেছেন আশুতোষ রানা, রণবীর শোলে, রিধি ডোগরা প্রমুখ।

শেয়ারনিউজ, ০৪ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে