ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
Sharenews24

ছেলের প্রযোজিত সিনেমা দেখলেন রাষ্ট্রপতি

২০২৩ সেপ্টেম্বর ০২ ১০:০৫:১৭
ছেলের প্রযোজিত সিনেমা দেখলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক : কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বহুল আলোচিত ছবি ‘প্রিয়তমা’। শাকিব খান অভিনীত ও হিমেল আশরাফ প্রযোজিত ছবিটি প্রযোজনা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে আরশাদ আদনান।

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন তার ছেলের প্রযোজিত সিনেমাটি দেখেছেন। শুক্রবার (০১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখেন তিনি।

রাষ্ট্রপতির জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে কেক কাটা হয়। এ সময় শাকিব খান, আরশাদ আদনান, হিমেল আশরাফ, প্রিন্স মাহমুদ, কোনাল, প্রিয়াঙ্কা গোপ, তারিন, নুসরাত ফারিয়া, এলিনা শাম্মী, রিয়াদ, সোমেশ্বর আলীসহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

সিনেমাটি দেখার পর রাষ্ট্রপতি সাংবাদিকদের বলেন, ‘প্রায় ৪০ বছর পর সিনেমা হলে সিনেমা দেখতে আসলাম।’

সিনেমাটির কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। পরিচালনা করেছেন হিমেল আশরাফ।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

শেয়ারনিউজ, ০২ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে