ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

ডিভিডেন্ড নিয়ে দুশ্চিন্তায় প্রকৌশল খাতের সাত কোম্পানির বিনিয়োগকারীরা

২০২৩ আগস্ট ৩০ ২০:৫৬:১৩
ডিভিডেন্ড নিয়ে দুশ্চিন্তায় প্রকৌশল খাতের সাত কোম্পানির বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজরে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ৪২টি কোম্পানির মধ্যে সাত কোম্পানি গত বছর তিন প্রান্তিকে (জুলাই’২১-মার্চ’২২) মুনাফায় ছিল। কিন্তু নানা কারণে সমাপ্ত অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই’২২-মার্চ’২৩) লোকসানে চলে গেছে। এতে করে এই কোম্পানিগুলোর বিনিয়োগকারীরা ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছর শেষে ডিভিডেন্ড নিয়ে দুশ্চিন্তায় রয়েছে।

লোকসানের কারণে কোম্পানিগুলো লোকসানে চলে যাওয়ায় এই বছর ডিভিডেন্ড দিবে কিনা তা নিয়ে বিনিয়োগকারীরা সন্দিহান হয়ে পড়েছে। আর যদি ডিভিডেন্ড দেয়-ও, তাহলে আগের মতো ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা থাকবে কিনা, তা নিয়েও তারা শঙ্কায় রয়েছে। এই সাত কোম্পানির মধ্যে রয়েছে- বিডি থাই অ্যালুমিনিয়াম, জিপিএইচ ইস্পাত, ইফাদ অটো, রানার অটো, গোল্ডেন সন, কাসেম ইন্ডাস্ট্রিজ এবং ইয়াকিন পলিমার লিমিটেড।

বিডি থাই

কোম্পানিটির সমাপ্ত অর্থ বছরের তিন প্রান্তিকে (জুলাই’২২-মার্চ’২৩) শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪০ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১১ পয়সা।

গোল্ডেন সন

কোম্পানিটির সমাপ্ত অর্থ বছরের তিন প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৬ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪৬ পয়সা।

জিপিএইচ ইস্পাত

কোম্পানিটির সমাপ্ত অর্থ বছরের তিন প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬৮ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ৩৯ পয়সা।

ইফাদ অটো

কোম্পানিটির সমাপ্ত অর্থ বছরের তিন প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩০ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ১৪ পয়সা।

রানার অটো

কোম্পানিটির সমাপ্ত অর্থ বছরের তিন প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৩১ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ২৭ পয়সা।

কাসেম ইন্ডাস্ট্রিজ

কোম্পানিটির সমাপ্ত অর্থ বছরের তিন প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৭ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩৩ পয়সা।

ইয়াকিন পলিমার

কোম্পানিটির সমাপ্ত অর্থ বছরের তিন প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮০ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৭ পয়সা।

শেয়ারনিউজ, ৩০ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে