ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Sharenews24

ডলার কারসাজি: ৭ মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত

২০২৩ আগস্ট ৩০ ১৯:৫৯:২৮
ডলার কারসাজি: ৭ মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত

নিজস্ব প্রতিবেদক: নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডলার কেনাবেচা করায় ৭ মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক।

পাশাপাশি একই কারণে আরও ১০ মানি চেঞ্জারের কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক।

বাংলাদেশ ব্যাংকের এই মূখপাত্র বলেন, অতিরিক্ত মুনাফা হাতিয়ে নিতে মানি চেঞ্জারগুলো নির্ধারিত দরের বেশি দামে ডলার বিক্রি করছেন। এজন্য ৭টি মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত করা হয়েছে।

পাশাপাশি আরও ১০টি মানি চেঞ্জারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। উপযুক্ত কারণ ব্যাখ্যা করতে না পারলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

লাইসেন্স স্থগিত করা সাত মানি চেঞ্জার হলো- ইয়র্ক মানি এক্সচেঞ্জ, জামান মানি চেঞ্জিং হাউস, জেনি মানি এক্সচেঞ্জ লিমিটেড, স্ট্যান্ডার্ড মানি এক্সচেঞ্জ, মার্সি মানি এক্সচেঞ্জ, জেবি মানি এক্সচেঞ্জ ও বেঙ্গল মানি এক্সচেঞ্জ।

লাইসেন্স স্থগিত করার জন্য যেসব কারণ বলা হয়েছে, তার মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা লঙ্ঘন করে নির্ধারিত হারের চেয়ে বেশি দামে ডলার কেনাবেচা করা, বাংলাদেশ ব্যাংকের কাছে ডলারের দামের অসত্য তথ্য জমা দেওয়া ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে কেন্দ্রীয় ব্যাংকে নিয়মিত তথ্য জমা না দেওয়া।

ব্যাখ্যা তলব করা ১০ মানি চেঞ্জার হলো- নিউ প্রাইম মানি চেঞ্জার, উত্তরা মানি চেঞ্জার, মিসা মানি এক্সচেঞ্জ, যমুনা মানি এক্সচেঞ্জ, পাইওনিয়ার মানি এক্সচেঞ্জ, বুড়িগঙ্গা মানি এক্সচেঞ্জ, স্কাফ মানি চেঞ্জার, হযরত খাজা বাবা মুদ্রা বিনিময় কেন্দ্র, গ্লোরি মানি এক্সচেঞ্জ ও মাতৃক মানি চেঞ্জার।

দেশে যখন আবারও নগদ ডলারের সংকট দেখা দিয়েছে, তখন কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে থেকে এসব মানি চেঞ্জারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো।

শেয়ারনিউজ, ৩০ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে