ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

লিটনের এশিয়া কাপে থাকা নিয়ে যা বলছে বিসিবি

২০২৩ আগস্ট ২৯ ১৪:৪৪:৫৭
লিটনের এশিয়া কাপে থাকা নিয়ে যা বলছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক : দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল বুধবার (৩০ আগস্ট) থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। তবে এশিয়া কাপের আগে কিছুটা অস্বস্তিতে বাংলাদেশ। ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। কিন্তু প্রথম ম্যাচে অনিশ্চিত টাইগার ওপেনার লিটন দাস। এই ডানহাতি ব্যাটসম্যান এশিয়া কাপ খেলতে পারবেন কি না তা নিয়েও শঙ্কা রয়েছে।

তামিমের অনুপস্থিতিতে ওপেনিংয়ে দলের বড় ভরসার নাম লিটন। তবে তাকে এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই, কেননা এখনো জ্বরে ভুগছেন তিনি।

অবশ্য ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস মঙ্গলবার (২৯ আগস্ট) শ্রীলংকার উদ্দেশে দেশ ত্যাগ করার আগে বলেন, ‘লিটন সুস্থ হলে যাবে। দেখা যাক, আমরা ওয়েট করছি ওর জন্য। যদি ও আজকের মধ্যে সুস্থ হয়ে যায়, তাহলে হয়তো কালকেই আমরা চেষ্টা করব ওকে কলম্বোতে নিয়ে আসার জন্য।’

লিটনের না থাকা দলে বাড়তি চাপের তৈরি করেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই। ও তো আমাদের অভিজ্ঞ ক্রিকেটার। আমাদের প্রতিষ্ঠিত ওপেনার। যাই হোক, আশা করি কোনো সমস্যা হবে না।’

লিটনের বদলে সাইফ হাসানকে ব্যাকআপ পরিকল্পনায় রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু এই ডানহাতি ক্রিকেটার ডেঙ্গুতে আক্রান্ত। এখন বিসিবির বিকল্প ভাবনায় রয়েছেন জাকির হাসান। যদি লিটন না যেতে পারেন তাহলে বাঁহাতি তরুণ ব্যাটার জাকিরকে শ্রীলংকায় নিয়ে যাবে টাইগার ক্রিকেট বোর্ড।

শেয়ারনিউজ, ২৯ আগস্ট ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে