ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

অধিনায়কত্ব ছাড়ার কারণ জানালেন তামিম

২০২৩ আগস্ট ২৮ ১০:৩২:৪১
অধিনায়কত্ব ছাড়ার কারণ জানালেন তামিম

ক্রীড়া প্রতিবেদক : গত ৩ আগস্ট স্বেচ্ছায় অধিনায়কত্ব থেকে পদত্যাগের ঘোষণার পর প্রথমবারের মতো মুখ খুললেন তামিম ইকবাল। দেশের ক্রীড়াভিত্তিক একটি ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে কারণ ব্যাখ্যা করেছেন তিনি।

তামিম বলেছেন, যদি আমি কারো সাথে খুশি না হই বা কেউ আমার সাথে খুশি না হয় তাহলে এত বড় ইভেন্টে (বিশ্বকাপ) আপনি যদি শুধু পজিশনটাকে ধরে রাখেন - ভালভাবে যোগাযোগ করতে পারছেন না বা একটি অস্বস্তি থেকেই যাচ্ছে, তবে এটা তো দলের মধ্যে একটা প্রভাব ফেলবেই। আমি সেই স্বার্থপর মানুষ হতে চাইনি। আমার জন্য, যদি ৫ শতাংশও দলকে প্রভাবিত করে, আমি তা চাই না।

আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কিছুটা চোট নিয়ে খেলার বিষয়টি সুনজরে দেখেননি চন্ডিকা হাথুরুসিংহে। ওই সময় বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন তিনি।

টিম ম্যানেজমেন্টের এমন আচরণে ক্ষুব্ধ তামিম অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন তার সঙ্গে বেশ কয়েকদিন ধরে বৈঠক করেন। সেই বৈঠকেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তামিম ইকবাল।

শেয়ারনিউজ, ২৮ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে