ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Sharenews24

নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের আয়ে পিছুটান

২০২৩ আগস্ট ২৫ ১৬:০০:০৫
নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের আয়ে পিছুটান

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) সংখ্যা ২৩টি। এরমধ্যে চলতি অর্থবছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন’২৩) ১৩টি প্রতিষ্ঠান অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা যায়, অর্ধবার্ষিকে প্রতিষ্ঠানগুলোর আয় গত বছরের একই সময়ের চেয়ে কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

আয় কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আইডিএলসি সর্বোচ্চ মুনাফা করেছে ৭২ কোটি টাকা, যা গত বছরের চেয়ে ২০ শতাংশ কম এবং ডিবিএইচের আয় প্রায় ৯ শতাংশ কমে ৪৯ কোটি টাকা হয়েছে।

একইভাবে লংকাবাংলা ফাইন্যান্সের মুনাফা প্রায় ৪৫ শতাংশ এবং ন্যাশনাল হাউজিং লিমিটেডের মুনাফা ২০ শতাংশ কমে ১৭ কোটি টাকায় দাঁড়িয়েছে।

সবচেয়ে মুনাফা কমেছে বিডি ফাইন্যান্সের। প্রতিষ্ঠানটির অর্ধবার্ষিক মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৭২ শতাংশ কমে ৫ কোটি টাকা হয়েছে।

এনবিএফআইয়ের কর্মকর্তারা বলছেন, আমানতকারীদের আকৃষ্ট করতে তাদের ব্যাংকগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে হয়। এছাড়া বৈদেশিক মুদ্রা সংকট, আমানতের ধীর প্রবৃদ্ধি এবং ঋণ আদায়ে ধীর গতির কারণে বাংলাদেশের আর্থিক খাত তারল্য চাপে রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুনে ব্যাংকিং খাতের উদ্বৃত্ত তারল্য দাঁড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার ২০০ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ লাখ ৩ হাজার ৪৩৫ কোটি টাকা।

তারল্য চাপের পাশাপাশি সম্প্রতি প্রকাশিত বেশ কয়েকটি কেলেঙ্কারির খবর সামনে আসায় এনবিএফআইগুলো তাদের সুনাম নিয়েও কঠিন সময় পার করছে।

বাংলাদেশ ব্যাংকের স্ট্রেস টেস্ট রিপোর্টে বলা হয়েছে, তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন ৩৫টি এনবিএফআই প্রতিষ্ঠানের মধ্যে ১৪টি প্রতিষ্ঠান গত বছর খেলাপি ঋণ ও দুর্নীতির কারণে রেড জোনে ছিল।

শেয়ারনিউজ, ২৫ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে