ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক

২০২৩ আগস্ট ২৩ ১১:৪১:৫২
মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক

হিথ স্ট্রিক আর নেই। ক্যানসারে আক্রান্ত জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক গতকাল (মঙ্গলবার) মারা গেছেন। গত মে মাসেই জানা যায়, লিভার ও কোলন ক্যানসারে আক্রান্ত হিথ স্ট্রিকের অবস্থা সংকটাপন্ন। অবশেষে সেই ক্যানসারই কেড়ে নিলো প্রাণ। ২০১৪-২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।

গত কয়েকমাস ধরেই সাউথ আফ্রিকার জোহানেসবার্গের একটি হাসপাতালে বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচের ক‍্যান্সারের চিকিৎসা চলছিল। ক্যান্সারের একদম শেষ স্তরে যখন তার চিকিৎসা চলছে তখনই জানা যায় তার অসুস্থতার খবর।

জিম্বাবুয়ের সাবেক পেসার হেনরি ওলোঙ্গা টুইটারে সতীর্থের মৃত্যুর খবর জানিয়ে লিখেন, ‘খারাপ খবর পেলাম, হিথ স্ট্রিক অন্য ভুবনে চলে গেছে। আরআইপি লেজেন্ড। আমাদের দেশ থেকে উঠে আসা সেরা অলরাউন্ডার। তোমার সঙ্গে খেলাটা আনন্দের ছিল। আমার বোলিং স্পেল যখন শেষ হবে অন্য ভুবনে তোমার সঙ্গে দেখা হবে।’

জিম্বাবুয়ের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার স্ট্রিক ২০০০-২০০৪ সাল পর্যন্ত জিম্বাবুয়ের অধিনায়ক ছিলেন। দেশটির ইতিহাসের সেরা পেসার মনে করা হয়ে থাকে স্ট্রিককে। দেশের হয়ে ৬৫টি টেস্ট খেলেছেন তিনি। উইকেট নিয়েছেন ২১৬টি।

এ ছাড়া ওয়ানডেতে ১৮৯ ম্যাচে উইকেট নিয়েছেন ২৩৯ টি। ব্যাট হাতে টেস্টে ১ হাজার ৯৯০ রান করা স্ট্রিক ওয়ানডেতে করেন ২ হাজার ৯৪৩ রান। ক্রিকেট ছাড়ার পর সফলতার সঙ্গে কোচিং পেশায় যুক্ত থাকতে দেখা যায় স্ট্রিককে।

বাংলাদেশ ছাড়াও জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, গুজরাট লায়নস ও কলকাতা নাইট রাইডার্সের কোচিং প্যানেলেও দেখা যায় তাকে। অবশ্য বছরখানেক ধরে কোনও আলোচনায় ছিলেন না তিনি। আইসিসি দুর্নীতি বিরোধী বিধির কয়েকটি ধারা ভঙ্গের দায়ে ২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে তাকে ৮ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে আইসিসি।

শেয়ারনিউজ, ২৩ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে