ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

অনুশীলন ছেড়ে অসুস্থ মায়ের দেখভাল করছেন মাহমুদউল্লাহ

২০২৩ আগস্ট ২২ ১৫:৩১:৪৩
অনুশীলন ছেড়ে অসুস্থ মায়ের দেখভাল করছেন মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বকাপের বিকল্প মাথায় রেখে আরও ৯ জন ক্রিকেটারকে নিয়ে আলাদা ক্যাম্প করছে। এই ৯ জনের মধ্যে সৌম্য সরকার ও তামিম ইকবালের সাথে আছেন মাহমুদউল্লাহ রিয়াদও।

গত দুদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলনে ছিলেন ৮ জন ক্রিকেটার। মাহমুদউল্লাহকে না দেখে প্রশ্ন জাগে সবার মধ্যে। বিসিবি পরিচালকদের এক-দুজন রিয়াদের অনুশীলনে যোগ না দেওয়ার কারণ জানতে চেয়েছেন।

গতকাল সোমবার (২১ আগস্ট) পরিচালনা বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, মায়ের অসুস্থতার কারণে অনুশীলনে যোগ দিতে পারছেন না রিয়াদ। ময়মনসিংহে থাকা অসুস্থ মাকে দেখভাল করছেন তিনি। তবে শিগগিরই অনুশীলনে যোগ দেবেন তিনি।

শেয়ারনিউজ, ২২ আগস্ট ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে