ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
Sharenews24

আইডিয়ালের ত্রিসীমানায় ঢুকতে পারবেন না মুশতাক

২০২৩ আগস্ট ২২ ১৩:০০:৪৩
আইডিয়ালের ত্রিসীমানায় ঢুকতে পারবেন না মুশতাক

নিজস্ব প্রতিবেদক : উচ্চ আদালত আইডিয়ালের ত্রিসীমানায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীকে বিয়ে করে বহিষ্কার হওয়া গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদকে। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি এম. ইনায়েতুর রহিম রোববার (২০ আগস্ট) এ আদেশ দেন।

এর আগে, গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) হাইকোর্ট ধর্ষণ মামলায় মুশতাককে ৬ সপ্তাহের আগাম জামিন দেন। এই জামিন আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

আবেদনের পক্ষে শুনানিতে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন বলেন, স্কুল গভর্নিং বডির একজন সদস্য মুশতাক ছাত্রীকে বিয়ে করেছেন। এই সদস্য যদি স্কুলে যাতায়াত করেন, তাহলে সে ভবিষ্যতে আরও ছাত্রীদের ক্ষতি করতে পারেন। এজন্য সে যাতে স্কুলে প্রবেশ করতে না পারে এ বিষয়ে আদালতের হস্তক্ষেপ করা উচিত।

এরপর আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি স্কুলের ত্রিসীমানায় যাতে মুশতাক ঢুকতে না পারে সেজন্য স্কুল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন। মুশতাক গভর্নিং বডির সদস্য থাকাকালে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করেন। এই বিয়ে নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

খোদ রাষ্ট্রপক্ষের আইনজীবী হাইকোর্টে বলেন, খন্দকার মুশতাক রক্ষক হয়ে ভক্ষকের কাজ করেছেন। এভাবে কোনো ছাত্রী ওই শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ নয়। এমনকি হাইকোর্ট বলেন, এটা বিকৃত রুচির বিয়ে।

শেয়ারনিউজ, ২২ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে