ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Sharenews24

আল-মুনতাহা ব্রোকারেজ হাউজের গ্রাহক হিসাবে কোটি টাকার গরমিল

২০২৩ আগস্ট ০৯ ১৮:৩৬:১৯
আল-মুনতাহা ব্রোকারেজ হাউজের গ্রাহক হিসাবে কোটি টাকার গরমিল

নিজস্ব প্রতিবেদক: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান আল-মুনতাহা ট্রেডিং কোম্পানি লিমিটেডের গ্রাহক হিসাবে কোটি টাকার গরমিল পাওয়া গেছে।

সম্প্রতি ডিএসইর মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের তদন্তে গরমিলের এই তথ্য উঠে এসেছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

গত জুলাই মাসের ৩ দিন এবং চলতি আগস্ট মাসের একদিন আল-মুনতাহা ট্রেডিং কোম্পানির সমন্বিত গ্রাহক হিসাব পর্যবেক্ষণ করে ডিএসইর মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগ। এই চারদিনই প্রতিষ্ঠানটির গ্রাহক হিসাবে কোটি কোটি টাকার ঘাটতি পাওয়া গেছে।

গত ১৬ জুলাই আল-মুনতাহা ট্রেডিং কোম্পানির সমন্বিত গ্রাহক হিসাবে ৪ কোটি ১৭ লাখ ৪৫২ টাকা ঘাটতি ছিল। ২৫ জুলাই ঘাটতির পরিমাণ ছিল ৪ কোটি ১৯ লাখ ৪১ হাজার ৫১৪ টাকা।

৩০ জুলাই প্রতিষ্ঠানটির গ্রাহক হিসাবে ঘাটতির পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ৫৭ হাজার ৮৭ টাকায়। সর্বশেষ ৩ আগস্ট ডিএসইর মনিটরিং টিম প্রতিষ্ঠানটির গ্রাহক হিসাবে ১ কোটি ৬২ লাখ ৯০ হাজার ১৩৯ টাকার ঘাটতি খুঁজে পায়।

শেয়ারনিউজ, ০৮ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে