ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Sharenews24

মিয়ানমারে সোনালী ব্যাংকের ২ হিসাব ‘ফ্রিজড’

২০২৩ আগস্ট ১৭ ০৭:১৭:৩৪
মিয়ানমারে সোনালী ব্যাংকের ২ হিসাব ‘ফ্রিজড’

নিজস্ব প্রতিবেদক: মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা মিয়ানমারের দুটি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের। এই দুটি হিসাবে লেনদেন বন্ধ করতে বলেছে যুক্তরাষ্ট্র। বর্তমানে হিসাব দুটি জব্দ রয়েছে।

হিসাব দুটি হলো মিয়ানমার ফরেন ট্রেড ব্যাংক (এমএফটিবি) ও মিয়ানমার ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক (এমআইসিবি)। মিয়ানমারের রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক দুটির ওপর গত জুনে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. আফজাল করিম বুধবার সংবাদ মাধ্যমকে বলেন, মিয়ানমারের মিয়ানমার ইনভেস্টমেন্ট ব্যাংক ও মিয়ানমার ফরেইন ট্রেড ব্যাংকে হিসাব রয়েছে সোনালী ব্যাংকের। এর মধ্যে একটি হিসাবে এক লাখ ও অন্যটিতে এক মিলিয়ন পাউন্ড আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় দুটি হিসাবই ফ্রিজ (জব্দ) আছে।

অপরদিকে মিয়ানমার ফরেন ট্রেড ব্যাংকের ১ লাখ ডলার এবং মিয়ানমার ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকের ১ মিলিয়ন ডলার জমা রয়েছে সোনালী ব্যাংকে।

তিনি বলেন, আপাতত দুটি হিসাবে কোনো লেনদেন হবে না। আমাদের অর্থও ফ্রিজ থাকবে। বিষয়টি বাংলাদেশ ব্যাংকে জানিয়েছি, এখন তারা বলবে কী করব।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক এই বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান, চিঠির বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে গত ৩ আগস্ট মিয়ানমারের দুটি ব্যাংকে সোনালী ব্যাংকের হিসাবের ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে একটি চিঠি পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

ওই চিঠিতে ঢাকার মার্কিন দূতাবাসের বরাত দিয়ে বলা হয়, মিয়ানমারের ওই দুটি ব্যাংক বর্তমানে মার্কিন সরকারের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার কয়েকটি ব্যাংক ও কিছু ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বাংলাদেশ থেকে রাশিয়ার সঙ্গে সরাসরি লেনদেন সমস্যা হয়। কারণ নিষেধাজ্ঞা আরোপ করা ব্যাংকগুলোর সঙ্গেই বাংলাদেশের ব্যাংকগুলোর করেসপনডেন্ট ব্যাংকিং ছিল এবং এগুলোতেই বেশি লেনদেন হতো, এখন তা করা যাচ্ছে না। রাশিয়ার মিত্র বেলারুশের কয়েকটি প্রতিষ্ঠান ও কয়েকজন ব্যক্তির ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

শেয়ারনিউজ, ১৭ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে