ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

ঋণ আদায়ে রিজেন্ট টেক্সটাইলের বিরুদ্ধে শাহজালাল ব্যাংকের মামলা

২০২৩ আগস্ট ১৭ ০৬:৩৮:৫৫
ঋণ আদায়ে রিজেন্ট টেক্সটাইলের বিরুদ্ধে শাহজালাল ব্যাংকের মামলা

নিজস্ব প্রতিবেদক: ১৩৯ কোটি টাকা ঋণ আদায়ের জন্য শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের বিরুদ্ধে মামলা করেছে শাহজালাল ইসলামী ব্যাংক।

ঋণ নিয়ে দীর্ঘদিন ধরে কোনো কিস্তি পরিশোধ না করায় অর্থ ঋণ আদালত, ২০০৩ এর আওতায় সম্প্রতি কোম্পানিটির বিরুদ্ধে মামলা করেছে শাহজালাল ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অফিস।

ব্যাংক সূত্রে জানা গেছে, কোম্পানিটির কাছে শাহজালাল ব্যাংকের পাওনার পরিমাণ ১৩৯ কোটি ৫০ লাখ টাকা। কোম্পানিটি ২০১৭ সালে শাহজালাল ব্যাংক থেকে ৮০ কোটি টাকা ঋণ নিয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরে কোনো কিস্তি না দেওয়ায় তা সুদে-আসলে ১৩৯ কোটি টাকা দাঁড়িয়েছে।

এর আগে ২০২১ সালে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান ইয়াকুব আলী, ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবিব, পরিচালক ইয়াসিন আলী, মাশরুপ হাবিব ও তানভীর হাবিবের বিরুদ্ধে মামলা করেছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। চেক প্রতারণার অভিযোগ এনে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানটি মামলাটি দায়ের করেছে।

আইডিএলসির মামলায় ২০২২ সালের ৮ আগস্ট আদালত আলোচিত চার ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি পরে আদালত। পরের মাসে এদের উপর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

অন্যদিকে, চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রভিত্তিক উইলমিংটন ট্রাস্ট বিমান ভাড়ার টাকা পরিশোধ না করায় রিজেন্ট টেক্সটাইলসসহ হাবিব গ্রুপের ১১ কোম্পানিকে অবসায়িত করে তার পাওনা দেওয়ার জন্য আবেদন করে।

২০১৫ সালে প্রিমিয়াম নিয়ে শেয়ারবাজারে এসেছিল চট্টগ্রামের হাবিব গ্রুপের প্রতিষ্ঠান রিজেন্ট টেক্সটাইল মিলস। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের ১৫ টাকা প্রিমিয়াম নিয়ে ২৫ টাকা দরে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করেছে।

বিনিয়োগকারীদের প্রত্যাশা ছিল প্রিমিয়ামে আসা কোম্পানির মৌলভিত্তি ভাল হবে এবং কোম্পানিটি বিনীয়োগকারীদের আকর্ষণীয় ডিভিডেন্ড দেবে। কিন্তু রিজেন্ট টেক্সটাইলের শেয়ারে বিনিয়োগকারীরা তেমন কোনো ডিভিডেন্ড পায়নি। বরং কোম্পানিটির উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে পড়া ও বিপুল ঋণের কারণে একের পর এক মামলার ফলে এর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

সর্বশেষ ২০২১ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১ শতাংশ ক্যাশ ও ১ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে। ২০২২ সালে কোনো ডিভিডেন্ড দেয়নি।

সদ্য সমাপ্ত ৩০ জুন, ২০২৩ অর্থবছরের কোনো প্রান্তিকেরই আর্থিক প্রতিবেদন কোম্পানিটি প্রকাশ করেনি।

কোম্পানিটির শেয়ার দীর্ঘ প্রায় এক বছর যাবত ফ্লোর প্রাইস ৯ টাকা ৮০ পয়সায় অবস্থান করছে।

শেয়ারনিউজ, ১৭ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে