ঢাকা, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
Sharenews24

মনিপুর স্কুলের ৩২৬ জন শিক্ষার্থীকে ফেল করানোর অভিযোগ

২০২৩ আগস্ট ০৯ ১৯:৪৩:০৯
মনিপুর স্কুলের ৩২৬ জন শিক্ষার্থীকে ফেল করানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের এসএসসি পরীক্ষায় মনিপুর উচ্চবিদ্যালয়ের ৩৬০ জন শিক্ষার্থী ফেল করেছে। শিক্ষার্থীদের অভিযোগ পরীক্ষা কেন্দ্রে শিক্ষকদের খারাপ ব্যবহার এবং ব্যবহারিকে ফেল করানোয় এ অবস্থা। এ বিষয়ে শিক্ষাবোর্ডে অভিযোগ দেওয়া হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্র কর্তৃপক্ষ।

এবছর মনিপুর উচ্চবিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ৩,৮৮০ জন শিক্ষার্থী। এর মধ্যে ৩২৬ জন শিক্ষার্থী ফেল করেছে। অন্যান্য বছরের থেকে এই স্কুলের জিপিএ-৫ এর সংখ্যাও কমেছে।

মনিপুর স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক অর্জুন কুমার পাল জানান, এ বিষয়ে শিক্ষার্থীরা অভিযোগ করেছে যে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে পরীক্ষা চলাকালীন শিক্ষকরা কেন্দ্রে শিক্ষার্থীদের সাথে অসহযোগিতামূলক আচরণ করে। ব্যবহারিক পরীক্ষায়ও অনেককে ফেল করিয়ে দেওয়া হয়। তবে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের প্রধান শিক্ষক জিনাত ফারহানা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন, বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এর সাথে যারা জড়িত তাদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে তাদের ফলাফল ১০ আগস্ট দেওয়া হবে।

শেয়ারনিউজ, ০৯ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে