ঢাকা, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
Sharenews24

মুক্তি পেয়েছে বাংলাদেশের রিজার্ভ চুরির তথ্যচিত্র ‘বিলিয়ন ডলার হাইস্ট’

২০২৩ আগস্ট ১৫ ২১:১০:৪৪
মুক্তি পেয়েছে বাংলাদেশের রিজার্ভ চুরির তথ্যচিত্র ‘বিলিয়ন ডলার হাইস্ট’

নিজস্ব প্রতিবেদক: হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা নিয়ে নির্মিত বলিউডের তথ্যচিত্র ‘বিলিয়ন ডলার হাইস্ট’ মুক্তি পেয়েছে।

সোমবার (১৪ আগস্ট) থেকে যুক্তরাজ্যে সাবস্ক্রিপশন ভিত্তিতে অ্যামাজন ও ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এটি দেখা যাচ্ছে।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, আজ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্ল্যাটফর্মেও দর্শকেরা তথ্যচিত্রটি দেখতে পাবেন।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৮১ মিলিয়ন বা ৮ কোটি ১০ লাখ ডলার অর্থ চুরির ঘটনা সারা বিশ্বে আলোড়ন ফেলেছিল।

এই ঘটনাকে ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক অপরাধগুলোর একটি মনে করা হয়। আলোচিত সেই ঘটনা নিয়ে তথ্যচিত্র বা ডকুমেন্টারি বানিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সাল পিকচার্স হোম এন্টারটেইনমেন্ট।

তথ্যচিত্রটিতে একদল হ্যাকার কীভাবে বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তাব্যবস্থা ভেঙে ৮১ মিলিয়ন ডলার চুরি করতে সক্ষম হয় এবং হ্যাকারদেরই সামান্য একটি ভুল টাইপের কারণে আরও ২০ মিলিয়ন বা ২ কোটি ডলার হাতিয়ে নেওয়া থেকে বাংলাদেশ ব্যাংক রক্ষা পায়—বাস্তব এই গল্পই দেখানো হয়েছে।

বিলিয়ন ডলার হাইস্টের পরিচালক ডেনিয়েল গর্ডন বলেন, মানব জাতি বর্তমানে চারটি ক্ষেত্রে অস্তিত্বের হুমকির মুখোমুখি রয়েছে। এগুলো হচ্ছে মহামারি, গণবিধ্বংসী অস্ত্র, জলবায়ু পরিবর্তন ও সাইবার ঝুঁকি। তথ্যচিত্রে তিনি সাইবার ঝুঁকির মারাত্মক দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছেন।

বেশ কয়েকটি দেশ, টাইম জোন ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এই সাইবার অপরাধের ঘটনা তথ্যপূর্ণ বিনোদনে পরিণত করেছেন পরিচালক ডেনিয়েল গর্ডন।

তিনি অ্যানিমেশন ও হ্যাকিংয়ের বিভিন্ন আর্কাইভাল ফুটেজের পাশাপাশি ব্রিটিশ সাইবার নিরাপত্তাবিশেষজ্ঞ মিশা গ্লেনির সাক্ষাৎকারের মাধ্যমে রিজার্ভ চুরি ও সাইবার নিরাপত্তার বিষয়টি সিনেমার পর্দায় ফুটিয়ে তুলেছেন।

শেয়ারনিউজ, ১৫ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে