ঢাকা, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
Sharenews24

ডেঙ্গুতে মতিঝিল আইডিয়ালের আরেক শিক্ষার্থীর মৃত্যু

২০২৩ আগস্ট ১৫ ১৬:১৩:৫০
ডেঙ্গুতে মতিঝিল আইডিয়ালের আরেক শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আফিয়া জাহান নামে আরও এক শিক্ষার্থী মারা গেছে। সোমবার (১৪ আগস্ট) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেআফিয়ার মা নুসরাত জাহান। তিনি জানান, আফিয়া আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখার তৃতীয় শ্রেণির ইংরেজি ভার্সনের ‌‘ঝ’ শাখার ছাত্রী ছিল। গত সপ্তাহে হঠাৎ তার মেয়ের জ্বর ওঠে। জ্বর বাড়তে থাকায় শনিবার (১২ আগস্ট) একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সোমবার (১৪ আগস্ট) সে মারা যায়।

এর আগে গত ১৬ জুলাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইশাত আজহার নামের এক ছাত্রের মৃত্যু হয়। সেও বনশ্রী শাখার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। জ্বরে আক্রান্ত হওয়ার পর রাজধানীর ইউনিভার্সাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তারও আগে ৩১ জুলাই মতিঝিল আইডিয়াল স্কুলের মতিঝিল শাখার তৃতীয় শ্রেণির ছাত্র বনি আমিন মারা যায়। সে বাংলা ভার্সনের ছাত্র ছিল।

শেয়ারনিউজ, ১৫ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে