ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
Sharenews24

তারকাদের পোস্টে শোকের ছায়া

২০২৩ আগস্ট ১৫ ১৪:৩৮:২২
তারকাদের পোস্টে শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক : তারকাদের পোস্টেও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকীর এই দিনে শোকের ছায়া বিরাজ করছে তারকা মহলেও।

তারকাদের কেউ বর্ণে, কেউ ছবি পোস্ট করে স্মরণ করছে বঙ্গবন্ধুকে। শোকের দেখা মিলেছে জয়া আহসান, মাহিয়া মাহি, চঞ্চল চৌধুরী ও জায়েদ খানসহ দেশের বেশকিছু তারকার ফেসবুক পোস্টে।

অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, ‘মহান স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার ও ১৫ আগস্টের নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’

অভিনেত্রী অরুণা বিশ্বাস লিখেছেন, ‘আজকে ১৫ই আগস্টের পোস্ট, যাদের হা হা হা রিয়েক্ট পাওয়া যাবে তাদের প্রত্যেকটি মানুষকে আইনের আওতায় আনা উচিত। আমাদের আবেগ, আমাদের কষ্ট, আমাদের বেদনা—কারো কাছে হাসির বিষয় হতে পারে না।

সুমন রহমানের আঁকা বঙ্গবন্ধুর একটি ছবি ফেসবুকে পোস্ট করে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা’। ছবিটিকে নিজের প্রোফাইল পিকচার করে নিয়েছেন এই অভিনেতা।

অভিনেতা জায়েদ খান বঙ্গবন্ধুর একটি ছবি পোস্ট করে লিখেছেন ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সঙ্গে নিহত সকল প্রাণের প্রতি বিনম্র শ্রদ্ধা!’

শোকের ছায়া দেখা গিয়েছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর পোস্টে। চিত্রনায়িকা মাহিয়া মাহি, চিত্রনায়ক রিয়াজ, অভিনেতা শতাব্দী ওয়াদুদ, অভিনেত্রী শাহনুর ও হুমায়রা সুবাহও স্মরণ করেছেন বঙ্গবন্ধুকে। এ ছাড়া উপস্থাপক সাজু খাদেম তার পোস্টে লিখেছেন, ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই।’

শেয়ারনিউজ, ১৫ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে