ঢাকা, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
Sharenews24

চট্টগ্রাম ও মাদ্রাসা বোর্ডের চার পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

২০২৩ আগস্ট ১৩ ১৭:৩৯:৩২
চট্টগ্রাম ও মাদ্রাসা বোর্ডের চার পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার স্থগিত হওয়া প্রথম ৪টি বিষয়ের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ সেপ্টেম্বর; ১, ৩ ও ৫ অক্টোবরে। আর মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীন আলিম পরীক্ষার প্রথম ৪টি বিষয়ের পরীক্ষার নতুন তারিখ ১, ৩, ৫ ও ৮ অক্টোবর।

রোববার (১৩ আগস্ট) চট্টগ্রাম শিক্ষাবোর্ড এবং মাদ্রাসা শিক্ষাবোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। তবে কারিগরি বোর্ডের পরীক্ষা পেছানো হলেও সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য জানা যায়নি।

এর আগে, গত ১১ আগস্ট প্রাকৃতিক দুর্যোগের কারণে আসন্ন চট্টগ্রাম শিক্ষাবোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিবর্তিত সময়ানুযায়ী ১৭ আগস্টের পরিবর্তে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে। অন্যান্য বোর্ডগুলোর পরীক্ষা যথারীতি আগামী ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ৪৩ দিন কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী।

শেয়ারনিউজ, ১৩ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে