ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

ঢাবি এলাকায় ময়লার স্তূপে লুঙ্গিতে মোড়ানো ছিল দুই নবজাতকের মরদেহ

২০২৩ আগস্ট ১২ ১১:৪০:২৯
ঢাবি এলাকায় ময়লার স্তূপে লুঙ্গিতে মোড়ানো ছিল দুই নবজাতকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এলাকা থেকে ময়লার স্তূপে পড়ে থাকা দুই ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ আগস্ট) রাতে শাহবাগ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মধ্যরাতে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ সরদার গণমাধ্যমকে জানান, রাতে আমরা খবর পেয়ে ঢাবির অমর একুশে হলের পাশে শিক্ষকদের আবাসিক ভবন গেটসংলগ্ন রাস্তা থেকে আমরা মরদেহ দুটি উদ্ধার করি।

তিনি জানান, ঢাবির আনন্দবাজার এলাকার রাস্তায় ময়লার স্তূপে পুরাতন লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় রাখা ছিল মরদেহ দুটি। দেখে ধারণা করা হচ্ছে, যমজ বাচ্চা। রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি বিভাগে যোগাযোগ করা হয়েছিল। তবে সেখানে কোনো যমজ ছেলেসন্তানের মৃত্যু হয়নি। তাই ধারণা করা হচ্ছে, বাইরে থেকে মৃত অবস্থায় ফেলে রেখে গেছে।

শেয়ারনিউজ, ১২ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে