ঢাকা, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
Sharenews24

নভেম্বরে সূচক কমেছে ৫৫ পয়েন্ট

২০২৩ আগস্ট ০৯ ১৯:১৩:৪৫
নভেম্বরে সূচক কমেছে ৫৫ পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক : গত নভেম্বরের প্রথম কর্মদিবস (০১ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উদ্বোধনী সূচক ছিল ৬ হাজার ২৭৮ পয়েন্ট। আর শেষ কর্মদিবসে (৩০ নভেম্বর) সূচক কমে দাঁড়িয়েছি ৬ হাজার ২২৩ পয়েন্টে।

নভেম্বর মাসে ডিএসইর সূচক কমেছে ৫৫ পয়েন্ট। আজ ০৩ ডিসেম্বর (রোববার) সূচক বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬ হাজার ২৩২ পয়েন্টে। সেই হিসাবে সূচক এখনো উদ্ধার করা বাকি আছে ৪৬ পয়েন্ট।

এদিকে, গত সপ্তাহের প্রথম তিন কর্মদিবসে টানা পতন হয়েছিল ৩২ পয়েন্টের বেশি। তারপর গত বুধবার থেকে উত্থান প্রবণতায় টার্ন নেয় বাজার। ওইদিন ডিএসইর প্রধান সূচক বেড়েছিল ১৫.৭২ পয়েন্ট। পরেরদিন বৃহস্পতিবার বেড়েছে ৪.৪৯ শতাংশ। আজ সপ্তাহের প্রথম কর্মদিবস সূচক বেড়েছে আরও ৮.৯১ পয়েন্ট।

অর্থাৎ বিদায়ী সপ্তাহের প্রথম তিন কর্মদিবসে ডিএসইর সূচক কমেছিল ৩২ পয়েন্টের বেশি। আর গত তিন কর্মদিবসে সূচক ফিরেছে ২৯.১২ পয়েন্ট। গত সপ্তাহের হারানো সূচক ফিরে পাওয়ার আরও বাকি আছে ৩ পয়েন্টের মতো।

এর আগের সপ্তাহে (১৯-২৩ নভেম্বর) সূচক কমেছিল ৮ পয়েন্টের বেশি। তারও আগের সপ্তাহে (১২-১৬ নভেম্বর) সূচক কমেছিল প্রায় ৩১ পয়েন্ট। আর নভেম্বরের প্রথম সপ্তাহেও (০১-০৫ নভেম্বর) সূচক কমেছিল প্রায় ২ পয়েন্ট।

সব মিলে নভেম্বর মাসে হারানো সূচক এখনো বাকি আছে

শেয়ারনিউজ, ০৩ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে