ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
Sharenews24

চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

২০২৫ নভেম্বর ১৩ ০৯:৩৪:০৫
চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাঐখোলা এলাকায় রাজধানী ঢাকা থেকে পাবনাগামী একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘বাংলা স্টার’ পরিবহনের বাসটি মহাসড়কের বাঐখোলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা চলন্ত অবস্থায় বাসটিতে আগুন ধরিয়ে দেয়। তবে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় কেউ হতাহত হননি।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ূন কার্ণায়েন বলেন, “আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানি ঘটেনি।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে