ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
Sharenews24

ফোন আলাপ ফাঁসে জানা গেলো ওবায়দুল কাদের মির্জা আজমের পরিকল্পনা

২০২৫ নভেম্বর ০৭ ১৬:৫৬:৪০
ফোন আলাপ ফাঁসে জানা গেলো ওবায়দুল কাদের মির্জা আজমের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে ফের আলোড়ন সৃষ্টি করেছে একটি কথিত ফোনালাপ। ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং দলের আরেক প্রভাবশালী নেতা মির্জা আজমের মধ্যে কথোপকথনের একটি অডিও ক্লিপ সম্প্রতি বৈশাখী টেলিভিশনে প্রচারিত হয়। সেখানে উঠে এসেছে কারফিউ পরিস্থিতি, নির্বাচন প্রস্তুতি এবং দলের অভ্যন্তরীণ অর্থসংক্রান্ত কিছু সংবেদনশীল আলোচনা।

অডিও ক্লিপে প্রথমেই মির্জা আজম ওবায়দুল কাদেরকে জিজ্ঞেস করেন, তিনি কোথায় আছেন। জবাবে কাদের বলেন, তিনি বাসায় আছেন। এরপর আলোচনা গড়ায় চলমান কারফিউ পরিস্থিতিতে।ওবায়দুল কাদের মির্জা আজমকে বলেন, “কারফিউ কন্টিনিউ করবে।” এর জবাবে মির্জা আজম বলেন, “কারফিউর মধ্যে আমাদের প্রস্তুতি নিতে হবে, এর জন্য টাকা দরকার।”

আলোচনার একপর্যায়ে ওবায়দুল কাদের স্পষ্ট করে বলেন, “আমি তো টাকা খরচের লোক না।” এই মন্তব্যটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের অভ্যন্তরে নির্বাচন প্রস্তুতির অর্থায়ন ও দায়িত্ব বণ্টন নিয়ে একধরনের টানাপোড়েনের ইঙ্গিত দেয় এই উক্তি।

মির্জা আজম ফোনালাপে জানান, তাদের কাছে থাকা ফুয়েলসহ অন্যান্য সরঞ্জাম প্রায় শেষ হয়ে গেছে। তিনি বলেন, ওয়ার্ড পর্যায়ে লোকজন ধরে রাখতে টাকা প্রয়োজন। তিনি অভিযোগ করেন, “নানক ভাই আর নিখিল তো এলাকায় টাকা খরচ করে, কিন্তু অনেক এমপি আছেন যারা খবরও নেয় না।”

আলোচনায় আরও শোনা যায়, মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে।” জবাবে ওবায়দুল কাদের বলেন, “ও তো উল্টা টাকা চায়।” এরপর মির্জা আজম বলেন, “পেয়ার দোস, আরাফাত—এলাকায় টাকা দিব তো দূরের কথা, ফোনও ধরে না।”

এ পর্যায়ে তিনি আরও বলেন, কর্মীরা টাকার কথা বললে তারা হানিফ ভাইয়ের কাছে যেতে বলে। শেষ দিকে মির্জা আজম ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেন, “যদি টাকা লাগে, আপনিই খরচ করেন।”

ফোনালাপটি ফাঁস হয় এমন এক সময়, যখন দেশে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। সরকারের পক্ষ থেকে কারফিউ বহাল রাখার সিদ্ধান্ত এবং দলের মাঠপর্যায়ের তৎপরতা নিয়েও নানা প্রশ্ন উঠছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ফোনালাপের মাধ্যমে দলের অভ্যন্তরীণ আর্থিক সংকট ও নেতৃত্বের সমন্বয় ঘাটতি প্রকাশ পেয়েছে। ওবায়দুল কাদেরের “আমি তো টাকা খরচের লোক না” মন্তব্যটি দলের আর্থিক স্বচ্ছতা ও নেতৃত্ব কাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

তাদের মতে, নির্বাচনের আগমুহূর্তে এমন ফোনালাপ ফাঁস হওয়া আওয়ামী লীগের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে এবং জনমনে দলটির প্রস্তুতি ও ঐক্য নিয়েও নতুন করে আলোচনা জন্ম দেবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে