ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্রে একদিনে শত শত ফ্লাইট বাতিল, জানুন আসল কারণ

২০২৫ নভেম্বর ০৭ ১১:১৫:২৪
যুক্তরাষ্ট্রে একদিনে শত শত ফ্লাইট বাতিল, জানুন আসল কারণ

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রজুড়ে বিমান নিয়ন্ত্রণকর্মীর সংকট দেখা দেওয়ায় দেশটির আকাশপথে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। নিরাপত্তা নিশ্চিত করতে ৪০টি প্রধান বিমানবন্দরে সাময়িকভাবে ১০ শতাংশ ফ্লাইট কমিয়েছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

এর ফলে শুক্রবার (৭ নভেম্বর) ৭৯০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ফ্লাইট পর্যবেক্ষণ সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার। এই সংখ্যা আগের দিনের তুলনায় চার গুণ বেশি। শনিবারও প্রায় ৫০০টি ফ্লাইট বাতিলের ঘোষণা এসেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

এফএএ জানায়, চলমান মার্কিন সরকারের শাটডাউনের কারণে বিমান নিয়ন্ত্রণকর্মীরা বেতন ছাড়া কাজ করছেন। এর ফলে কর্মীদের মানসিক চাপ ও অবসাদ বেড়ে যাওয়ায় আকাশপথের নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। গত সপ্তাহান্তে শুধু এই কারণে ২ হাজার ৭৪০টি ফ্লাইট বিলম্বিত হয়। এ অবস্থায় ধীরে ধীরে ফ্লাইট কমানোর সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

মার্কিন পরিবহন সচিব শন ডাফি বলেন,“আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হলো নিরাপত্তা। এটি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়। নিয়ন্ত্রণকর্মীদের ওপর চাপ কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখনো আকাশপথে ভ্রমণ নিরাপদ এবং ভবিষ্যতেও তা থাকবে।”

তিনি আরও বলেন,“নিয়ন্ত্রণকর্মীরা বেতন ছাড়াই কাজ করছেন। আমরা সক্রিয় পদক্ষেপ নিচ্ছি যাতে আগামী সপ্তাহগুলোতেও বিমান চলাচল নিরাপদ থাকে।”

এফএএ জানিয়েছে, ফ্লাইট চলাচল ধাপে ধাপে কমানো হবে—শুক্রবার ৪ শতাংশ ফ্লাইট কমানো হয়েছে,আগামী ১৪ নভেম্বরের মধ্যে এটি ১০ শতাংশে পৌঁছাবে।

প্রভাবিত প্রধান বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে—আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন, ডালাস-ফোর্ট ওয়ার্থ, ডেনভার, শিকাগো ও’হেয়ার এবং নিউ ইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর।

তথ্য বলছে, ২০২৪ অর্থবছরে এফএএ মাত্র ১৪ হাজারের কিছু বেশি বিমান নিয়ন্ত্রণকর্মী নিয়োগ দিতে পেরেছে। আর চলমান অচলাবস্থায় প্রায় ৭ লাখ ৩০ হাজার সরকারি কর্মচারী বেতন ছাড়া কাজ করছেন, পাশাপাশি ৬ লাখ ৭০ হাজার কর্মচারী সাময়িক ছুটিতে রয়েছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে