ঢাকা, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
Sharenews24

ওমরাহ পালনকারীদের জন্য সুখবর দিলো সৌদি আরব

২০২৫ অক্টোবর ০৬ ১৩:৫২:০৯
ওমরাহ পালনকারীদের জন্য সুখবর দিলো সৌদি আরব

নিজস্ব প্রতিবেদক : ওমরাহ পালন আরও সহজ ও সবার জন্য উন্মুক্ত করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এখন থেকে সব ধরনের ভিসাধারীরাই ওমরাহ পালন করতে পারবেন—সোমবার (৬ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

গালফ নিউজ দেশটির সরকারি প্রেস এজেন্সির বরাতে জানিয়েছে, এই উদ্যোগ সৌদি আরবের ভিশন ২০৩০-এর অংশ। এর লক্ষ্য হচ্ছে হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় আধুনিকতা আনা, সার্ভিসের পরিধি বাড়ানো এবং ধর্মীয় পর্যটনকে আরও সহজ করা।

যেসব ভিসায় এখন ওমরাহ করা যাবে:

ব্যক্তিগত ভিজিট ভিসা

পারিবারিক ভিজিট ভিসা

ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা

ট্রানজিট ভিসা

কর্মভিসা

এবং অন্যান্য সব বৈধ ভিসা

নুসুক ওমরাহ প্ল্যাটফর্ম চালু

মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ পালনকারীদের জন্য “নুসুক ওমরাহ প্ল্যাটফর্ম” চালু করা হয়েছে। এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ভ্রমণকারীরা—

সহজে ওমরাহ প্যাকেজ বেছে নিতে পারবেন

নির্ধারিত সময় অনুযায়ী বুকিং করতে পারবেন

ওমরাহ পারমিট ইলেকট্রনিকভাবে সংগ্রহ করতে পারবেন

নিরাপদ ও আধ্যাত্মিক অভিজ্ঞতার প্রতিশ্রুতি

বিবৃতিতে বলা হয়েছে, মুসল্লিদের জন্য নিরাপদ ও আধ্যাত্মিক পরিবেশ নিশ্চিত করতে পবিত্র দুই মসজিদের খাদেম ও ক্রাউন প্রিন্স নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ওমরাহ অভিজ্ঞতা উন্নত করতে বিভিন্ন উচ্চমানের সেবা চালু করা হয়েছে।

এই পদক্ষেপ বিশ্বব্যাপী মুসলমানদের ওমরাহ পালনকে আরও সহজ, নিরাপদ ও স্মরণীয় করে তুলবে বলেও উল্লেখ করেছে মন্ত্রণালয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে