ঢাকা, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
Sharenews24

ফ্লোটিলা থেকে আটক ৪ এমপির করুণ অবস্থা

২০২৫ অক্টোবর ০৬ ০৯:১২:১৫
ফ্লোটিলা থেকে আটক ৪ এমপির করুণ অবস্থা

নিজস্ব প্রতিবেদক : ইসরায়েল কর্তৃক গাজামুখী ফ্লোটিলা থেকে আটক ফরাসি চার বামপন্থী এমপি অনশন শুরু করেছেন বলে জানিয়েছে তাঁদের দল ফ্রান্স আনবাউড। আটক নেতারা মানবিক সহায়তা পৌঁছানোর মিশনে অংশ নিতে গিয়েছিলেন।

দলের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় সংসদের দুই সদস্য ফ্রাঁসোয়া পিকেমাল ও মারি মেসম্যর, এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসান ও এমা ফুরো বর্তমানে কঠিন অবস্থা মোকাবিলা করছেন। ইউরোপীয় এমপি ম্যানন ওব্রি ফরাসি রেডিওকে জানান, তাঁদেরকে গাদাগাদি করে সেলে রাখা হয়েছে, যেখানে ১০ জনের বেশি মানুষ এবং পানি পর্যন্ত পাওয়া যাচ্ছে না।

ওব্রি বলেন, "এখনই ফ্রান্সের জন্য পদক্ষেপ নেওয়ার সময়।"

ফ্রান্স আনবাউড দাবি করেছে, ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানাতে এমপিরা স্বেচ্ছায় অনশন শুরু করেছেন। দলটির নেতা জঁ-লুক মেলঁশো ফরাসি সরকারের নিষ্ক্রিয়তার নিন্দা করেছেন এবং দ্রুত নাগরিকদের ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

ইসরায়েলি বাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে ৩০ জন ফরাসি নাগরিকসহ বহুজনকে আটক করেছে। ৪৫টি জাহাজ নিয়ে গঠিত ওই বহর গাজার অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করছিল।

অন্যদিকে, মাখোঁ সরকারের সাবেক মন্ত্রী ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য নাথালি লুইজো বলেন, ফ্রান্স যথাযথ কনসুলার সহায়তা দিচ্ছে। তবে তিনি এই ফ্লোটিলায় ফ্রান্স আনবাউডের অংশগ্রহণকে ‘আত্মপ্রচারের কৌশল’ হিসেবে সন্দেহ প্রকাশ করেছেন এবং একে 'উদ্বেগজনক' বলে উল্লেখ করেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে