ঢাকা, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের বাধ্যতামূলক পরীক্ষা বয়কট ঘোষণা

২০২৫ সেপ্টেম্বর ২৬ ২২:১৬:২৮
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের বাধ্যতামূলক পরীক্ষা বয়কট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: গণহারে ছাঁটাইয়ের আশঙ্কায় শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশের কর্মকর্তারা ব্যাংকের সদ্য চালু হওয়া "বিশেষ দক্ষতা মূল্যায়ন" পরীক্ষা বয়কটের ঘোষণা দিয়েছেন। পরীক্ষা আগামী শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দেশের বিভিন্ন স্থান থেকে আসা শত শত কর্মকর্তা চট্টগ্রামের প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন। তারা অভিযোগ করেন, ব্যাংক কর্তৃপক্ষ চট্টগ্রাম অঞ্চলের প্রায় ৫,৫০০ কর্মকর্তাকে ছাঁটাই করার একটি সুচিন্তিত পরিকল্পনার অংশ হিসেবে এই পরীক্ষাকে বাধ্যতামূলক করেছে।

সমাবেশে বক্তব্য রাখেন মোহাম্মদ ইস্কান্দার সুজন, এস এম মদাদ হোসেন, মোহাম্মদ ইকবাল, দিলরুবা আক্তার, শারমিন আক্তার ও নাসরিন জান্নাতসহ অন্যান্য কর্মকর্তা। তারা বলেন, হাইকোর্ট আগে ব্যাংককে নিয়মিত পদোন্নতি পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ সেই নির্দেশ অমান্য করে আবারও বিশেষ দক্ষতা মূল্যায়ন পরীক্ষার তারিখ ঘোষণা করেছে।

পরীক্ষার সার্কুলারে উল্লেখ করা হয়েছে, অনুপস্থিত কর্মচারীদের চাকরি বা উন্নতির কোনো সুযোগ থাকবে না।

সমাবেশ শেষে প্রতিবাদকারীরা মুক্তিযুদ্ধ বিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক-ই-আজম-এর কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করেন। উপদেষ্টা আশ্বাস দেন, তিনি বিষয়টি সরকার ও ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার কাছে উপস্থাপন করবেন।

প্রতিবাদকারীরা সরকারকে হস্তক্ষেপের আহ্বান জানিয়ে পরীক্ষা বাতিল এবং সকল কর্মকর্তার চাকরির নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছেন।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে