ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আরামিট পিএলসির এজিএমের আদালতে স্বীকারোক্তি

২০২৫ সেপ্টেম্বর ২৬ ১৪:৫০:১১
আরামিট পিএলসির এজিএমের আদালতে স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম থেকে গ্রেপ্তার আরামিট পিএলসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ জাহাঙ্গীর আলম ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি দিয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের হাজার কোটি টাকা পাচারের বিষয়ে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেন জাহাঙ্গীর আলম। তিনি জানান, সাবেক মন্ত্রী জাবেদ ও তার সহযোগী আব্দুল আজিজ, উৎপল পাল ও সৈয়দ কামরুজ্জামান সিন্ডিকেটের মাধ্যমে বড় অংকের অর্থ পাচার ঘটিয়েছেন।

এর আগে বুধবার (২৪ সেপ্টেম্বর) চান্দগাঁও থানার কালুরঘাটে আরামিট গ্রুপের অফিস থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।

দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ জানান, জবানবন্দিটি মামলার মূল প্রমাণ হিসেবে বিবেচিত হবে।

জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগ, তিনি অনুমতি ছাড়াই ১১টি চেকে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন করেন, যা প্রমাণপত্রসহ মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত ২৪ জুলাই দুদকের উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে সাবেক ভূমিমন্ত্রী জাবেদ, তার পরিবারের সদস্য এবং আরও ৩১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, জাবেদের মালিকানাধীন আরামিট গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের নামে পাঁচটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে ইউসিবিএল ব্যাংকের চট্টগ্রাম বন্দর শাখায় ২৫ কোটি টাকার টাইমলোন অনুমোদন করা হয়। সেই টাকা বিভিন্ন হিসাব নম্বরে ভাগ করে নেওয়া ও নগদ উত্তোলন করা হয়।

অভিযোগে উল্লেখ রয়েছে, নগদ উত্তোলনের পর অর্থ ফেরত দেওয়া হলেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪০৯, ৪২০, ৪৭১ ও ১০৯ ধারাসহ দুর্নীতি ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা চলছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে