ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বিবিধ খাতে ক্যাশ ফ্লো বেড়েছে ৮ কোম্পানির

২০২৫ সেপ্টেম্বর ০৬ ১৯:৫৬:১২
বিবিধ খাতে ক্যাশ ফ্লো বেড়েছে ৮ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের ১৫টি কোম্পানির মধ্যে জুলাই’২৪-মার্চ’২৫ সমাপ্ত নয় মাসে কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বা ক্যাশ ফ্লো বেড়েছে বা ক্যাশ ফ্লো উন্নতি হয়েছে ৮টি কোম্পানির। বিপরীতে কমেছে ৪টির এবং ক্যাশ ফ্লো হালনাগাদ করে প্রকাশ করেনি ৩টি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- আরামিট লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসি, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, জিকিউ বলপেন, মিরাকল ইন্ডাষ্ট্রিজ, সাভার রিফ্র্যাক্টরিজ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ও উসমানিয়া গ্লাস।

আরামিট লিমিটেড

তিন প্রান্তিকে বা নয় মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৯ টাকা ৩৪ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল মাইনাস ৪ টাকা ৬৯ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ১৪ টাকা ০৩ পয়সা।

বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসি

তিন প্রান্তিকে বা নয় মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১৯ টাকা ৫৮ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ১৫ টাকা ৮৪ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ৩ টাকা ৭৪ পয়সা।

খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ

তিন প্রান্তিকে বা নয় মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ০৮ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ০৬ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ০২ পয়সা।

জিকিউ বলপেন

তিন প্রান্তিকে বা নয় মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ১ টাকা ৪৬ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল মাইনাস ২ টাকা ০৮ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো মাইনাস কমেছে ৬২ পয়সা।

মিরাকল ইন্ডাষ্ট্রিজ

তিন প্রান্তিকে বা নয় মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৫৪ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল মাইনাস ৮৪ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ১ টাকা ৮৪ পয়সা।

সাভার রিফ্র্যাক্টরিজ

তিন প্রান্তিকে বা নয় মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২ টাকা ৪৭ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ৬৩ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ১ টাকা ৮৪ পয়সা।

সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ

তিন প্রান্তিকে বা নয় মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২ টাকা ০৬ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ১ টাকা ৪৫ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ৬১ পয়সা।

উসমানিয়া গ্লাস

তিন প্রান্তিকে বা নয় মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ২ টাকা ৯৭ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল মাইনাস ৪ টাকা ৯৩ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির মাইনাস ক্যাশ ফ্লো কমেছে ১ টাকা ৯৬ পয়সা।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে