ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

খুলনায় ঘটে যাওয়া নাটকীয় ঘটনা ব্যাখ্যা করলেন প্রেস সচিব

২০২৫ জুন ২৯ ০৯:৩১:০১
খুলনায় ঘটে যাওয়া নাটকীয় ঘটনা ব্যাখ্যা করলেন প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে উত্তাল আন্দোলনের মাঝে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলমকে খুলনা প্রেস ক্লাবে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা।

শনিবার (২৮ জুন) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ ঘটনার বিস্তারিত তুলে ধরেন প্রেস সচিব।

স্ট্যাটাসে তিনি লেখেন, “আমার প্রেস টিমের দুই সহকর্মীকে নিয়ে শনিবার খুলনায় যাই। খুলনা ডিসি অফিসে প্রেস ব্রিফিং শেষে খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করি। পরে খুলনা প্রেস ক্লাবে যাই এবং সেখানে গণঅভ্যুত্থানের সময় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত কক্ষগুলো পরিদর্শন করি।”

তিনি জানান, কক্ষ পরিদর্শনের সময় প্রায় ২০০ জনের একটি বিক্ষুব্ধ মিছিল তাদের ঘিরে ফেলে। আন্দোলনকারীরা কেএমপি কমিশনারের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন।

প্রেস সচিব বলেন, “সাংবাদিকদের মাধ্যমে জানতে পারি, তারা তিনদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা তাদের বক্তব্য শান্তভাবে শুনি এবং আশ্বস্ত করি যে, তাদের বার্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।”

তিনি আরও জানান, আন্দোলনকারীরা তার সঙ্গে সরাসরি কথা বলতে চাইলে তিনি নিচে গিয়ে তাদের সঙ্গে দেখা করেন। সেখানে কিছু সময় চা-বিস্কুট খাওয়ার পর পরিস্থিতি শান্ত হলে প্রায় ৩০ মিনিট পর তারা খুলনা প্রেস ক্লাব ত্যাগ করে ঢাকার উদ্দেশে রওনা হন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে